একদিকে চলছে ভোট পর্ব। অন্যদিকে, দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পর কলেজে কলেজে চলছে ভর্তি। এরই মধ্যে কর্ণাটকের কোলারের এক কলেজের খবর কাড়ল শিরোনাম। সেখানে গভরনমেন্ট ফার্স্ট গ্রেড কলেজে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া চলছে গাছের তলায় খোলা এলাকায়। প্রশ্ন উঠতেই পারে যে, কেন এই ভরতির প্রক্রিয়া কলেজের কক্ষের ভিতরে হচ্ছে না? তার জবাবও রয়েছে।
কলেজের গোটা চত্বর ভোট প্রক্রিয়ার জন্য নিয়ে নিয়েছে জেলা প্রশাসন। কলেজের ভিতর কড়া নিরাপত্তায় কক্ষের ভিতর রাখা হয়েছে ভোটের ইভিএম মেশিন। এলাকায় ভোট হয়েছে ২৭ এপ্রিল। তারপর থেকেই ইভিএম রাখা হয়েছে ওই কলেজে। ফলে কলেজের কক্ষের ভিতর ভরতির প্রক্রিয়া আয়োজন করা যায়নি। এদিকে, রাজ্যে পিইউ এর ফলাফল প্রকাশিত হয়েছে, অন্যদিকে, নতুন শিক্ষাবর্ষ কলেজে শুরু হতে চলেছে। এর মধ্যেই ভরতির প্রক্রিয়া শেষ করতে চাইছে কলেজ। ফলে এই সময়ের মধ্যে তারা ভরতির প্রক্রিয়া শুরু করে দেয়। তবে এই এপ্রিল থেকে মে, জুন পর্যন্ত রয়েছে লোকসভা ভোটের দিনকাল। আর তার জেরেই এই পরিস্থিতি কলেজে।
এই গোটা কলেজে রয়েছে চারটি ব্লক। আর তার সবকয়টিই দখল করে নিয়েছে জেলা প্রশাসন, ভোটের কাজের জন্য। কলেজ কর্তৃপক্ষকে সাফ নির্দেশ দেওয়া হয়েছে যে, যা কিছু কাজ করার রয়েছে, তা জুনিয়ার কলেজ সেকশনে করতে হবে। তবে জুনিয়ার কলেজের চত্বরে সেভাবে জায়গা নেই। ফলে কলেজ কর্তৃপক্ষ কলেজের পাশে থাকা একটি গাছের তলায় এই প্রক্রিয়া শুরু করে।
এক অধ্যাপক বলেন, গোটা কলেজ বিল্ডিং এ রয়েছে কয়েকটি ক্লাস রুম। আর জুনিয়ার কলেজের কর্তৃপক্ষ ভরতির প্রক্রিয়ার জন্য স্টাফরুম ও কলেজের প্রশাসনিক কাজের জন্য একটা ছোট ঘর দিয়েছে। ভরতির প্রক্রিয়া চলছে গাছতলায়। ওই অধ্যাপক জানিয়েছেন, গত ১৫ দিনে এই কলেজে ১০ জন পড়ুয়া ভরতি হয়েছেন।