৫৮ বছর বয়সী বরিস জনসনের স্ত্রী ক্যারি জনসন সন্তানকে জন্ম দিতে চলার সুখবর জানান ইনস্টাগ্রামে। সেখানে তিনি বাকি সন্তানদের নানান ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি পোস্ট করেছেন তাঁদের দুই ছোট্ট সন্তানের সঙ্গে কাটানো সময়ের দৃশ্য।
1/5ফের একবার খবরে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে কোনও রাজনৈতিক কারমে নয়। বরং তিনি খবরে এসেছেন ব্যক্তিগত কারণে। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী এবার খবরে তাঁর সন্তানের জন্ম প্রসঙ্গ ঘিরে। . (Kirsty O'Connor/PA via AP) (AP)
2/5৫৮ বছর বয়সী বরিস জনসনের স্ত্রী ক্যারি জনসন সন্তানকে জন্ম দিতে চলার সুখবর জানান ইনস্টাগ্রামে। সেখানে তিনি বাকি সন্তানদের নানান ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি পোস্ট করেছেন তাঁদের দুই ছোট্ট সন্তানের সঙ্গে কাটানো সময়ের দৃশ্য। 2023. Andrew Milligan/Pool via REUTERS (AP)
3/5মজার ছলের পোস্টে ক্যারি লিখছেন নতুন এক টিম সদস্য আসতে চলেছে। তাঁদের সন্তান উইল্ফ খুব উৎসাহী বিষয়টি নিয়ে। এছাড়াও ছোট্ট সন্তান রোমি এখনও যে বুঝে উঠতে পারছে না, যে কী ঘটতে চলেছে, সেকথাও জানান ক্যারি। (Photo by Kirsty Wigglesworth / POOL / AFP) (AP)
4/5উল্লেখ্য, ক্যারি বরিসের তৃতীয় স্ত্রী। তাঁদের বিবাহ থেকে রয়েছে ২ সন্তান। তাঁর প্রথম বিবাহ থেকে কোনও সন্তান নেই। তবে দ্বিতীয় বিবাহের পর বরিসের ৪ সন্তান জন্মায়। দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হুইলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতেই তৃতীয়বার বিয়ে করেছিলেন বরিস। . (AP Photo/Alessandra Tarantino) (AP)
5/5উল্লেখ্য বরিস ও ক্যারির নতুন সন্তান আসার খবরের আগেই বরিস জনসন একটি ৯ টি ঘর সমৃদ্ধ বিরাট ম্যানসন কেনেন অক্সফোর্ডশায়ারে। আর সেখানেই তাঁর পরিবারের নানা ছবি উঠে আসে। এই ছবিটিতে দুই সন্তানের সঙ্গে রয়েছেন হরিসের স্ত্রী ক্যারি। তিনি এটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। (AP)