বাংলা নিউজ > ঘরে বাইরে > Manish Sisodia: সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার মণীশ সিসোদিয়া, আবগারী দুর্নীতির অভিযোগ ঘিরে বাড়ছে সংকট

Manish Sisodia: সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার মণীশ সিসোদিয়া, আবগারী দুর্নীতির অভিযোগ ঘিরে বাড়ছে সংকট

মণীশ সিসোদিয়া। (ANI Photo) (HT_PRINT)

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মণীশকে দিল্লির আবগারী দুর্নীতি ঘিরে জেরার জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। উল্লেখ্য ততদিনে এই মামলা গিরে সিবিআই ও ইডি দুই তরফেই তদন্ত শুরু হয়। মণীশ সমেত একাধিক আণ আদমি নেতা মন্ত্রীদের বিরুদ্ধে এই ইস্যুতে অভিযোগ ছিল। তার সাপেক্ষেই ছিল সিবিআই তদন্ত।

দিল্লির আবগারী নীতি মামলায় আরও নয়া সংকটের জটাজালে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার মণীশ সিসোদিয়া। উল্লেখ্য, বর্তমানে কোর্টের নির্দেশে তিহাড় জেলে রয়েছেন মণীশ সিসোদিয়া। সেখানেই তাঁকে বৃহস্পতিবার জেরা করেন ইডির আধিকারিকরা। তারপর মণীশকে সেখানে গ্রেফতার করা হয়।

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মণীশকে দিল্লির আবগারী দুর্নীতি ঘিরে জেরার জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। উল্লেখ্য ততদিনে এই মামলা ঘিরে সিবিআই ও ইডি দুই তরফেই তদন্ত শুরু হয়। মণীশ সমেত একাধিক আম আদমি নেতা মন্ত্রীদের বিরুদ্ধে এই ইস্যুতে অভিযোগ ছিল। তার সাপেক্ষেই ছিল সিবিআই তদন্ত। যেহেতু ঘটনায় আর্থিক দুর্নীতির অভিযোগ জড়িত ছিল, তাই এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডির তরফ থেকেও শুরু হয় তদন্ত। এদিকে, শুক্রবারই মণীশের জামিনের বিষয়ে কোর্টে শুনানি হওয়া কথা রয়েছে। তবে, সেই জামিন সিবিআইয়ের গ্রেফতারি ঘিরে। উল্লেখ্য, শুক্রবার সিসোদিয়ার জামিনের আবেদনের শুাননির আগের দিনই ইডির গ্রেফতারি বেশ কিছুটা গুরুত্বপূর্ণ দিক সিসোদিয়ার বিরুদ্ধে চলা মামলা ঘিরে। প্রসঙ্গত, সদ্য দিল্লির উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মণীশ সিসোদিয়া। সিবিআই তাঁকে গ্রেফতার করার পরই তিনি পদত্যাগ করেন। ততদিনে মাণীশ সিসোদিয়ার জামিনের আবেদন দিল্লির রাউস খাস কোর্টে বাতিল হয়ে যায়। এদিকে, আম আদমি পার্টির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই গ্রেফতার করা হয়েছে মণীশ সিসোদিয়াকে। ( বড় বিপাকে ইমরান খান! এবার খুন, সন্ত্রাসের মামলা দায়ের, কোমর কষছে পাক পুলিশ)

সদ্য এক সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল খোঁচার সুরে দাবি করেছেন যে, মণীশ সিসোদিয়া ও সত্যোন্দ্র জৈনের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সরিয়ে দেবে এজেন্সি যদি তাঁরা বিজেপিতে যোগ দেন। উল্লেখ্য, দিল্লির অপর মন্ত্রী সত্যেন্দ্র জৈনকেও দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। এবার সেই ইডির হাতেই গ্রেফতার সিসোদিয়া। এদিকে, দিল্লির রাউস খাস কোর্ট জানিয়েছে, ২০ মার্চ পর্যন্ত তিহাড়েই বন্দি থাকতে হবে মণীশ সিসোদিয়াকে। তবে তার আগে ১০ মার্চ মণীশ সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে আপাতত সংকটের জটাজাল বাড়ছে মণীশকে ঘিরে। রাজনৈতিক মহলের নজর ১০ মার্চ কোর্টের শুনানির দিকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন