প্রয়াত হলেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং। বার্ধক্যজনিত দীর্ঘ অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রয়াণকালে তাঁর বয়স ছিল ৯৩ বছর। শনিবার রাতে দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নটবর সিং। গত কয়েক সপ্তাহ ধরে সেই হাসপাতালেই ভরতি ছিলেন তিনি। এদিকে নটবর সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করে একটি ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি নটবর সিংয়ের প্রশংসাও করেন। নিজের পোস্টে মোদী লেখেন, 'শ্রী নটবর সিংজির প্রয়াণে আমি ব্যথিত। তিনি কূটনীতি এবং পররাষ্ট্র নীতির বিশ্বে প্রচুর অবদান রেখেছিলেন। তিনি তার বুদ্ধিমত্তার পাশাপাশি লেখালেখির জন্যও পরিচিত ছিলেন। দুঃখের এই মুহূর্তে তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।' (আরও পড়ুন: মাধবীর আদানি যোগ নিয়ে বিস্ফোরক হিন্ডেনবার্গ, মুখ খুললেন সেবি কর্তা)
আরও পড়ুন: ব্যাঙ্ক থেকে টাকা তোলায় বিধিনিষেধ, নোট বাতিলের আতঙ্ক, ভারতের ১ লাখ বাংলাদেশে কত?
উল্লেখ্য, ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্মগ্রহণ করেন কে নটবর সিং। ইন্দিরা গান্ধীর আমলে ১৯৬৬ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সরকারের বিদেশনীতির রূপায়ণে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ১৯৮৩ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সপ্তম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনের মহাসচিব এবং একই বছরে নয়াদিল্লিতে কমনওয়েলথ প্রধানদের মিটিংয়ের প্রধান সমন্বয়ক নিযুক্ত হয়েছিলেন। এরপর ১৯৮৪ সালে তিনি পদ্মভূষণে ভূষিত হন। নটবর সিং বেশ কয়েকটি বইও লিখেছেন। রাজীব গান্ধীর মন্ত্রিসভার বিদেশ প্রতিমন্ত্রী ছিলেন নটবর সিং। পরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন প্রথম ইউপিএ সরকারের সময় ২০০৪ থেকে ১ বছরের জন্য ভারতের বিদেশমন্ত্রী ছিলেন তিনি। তিনি পাকিস্তানে রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছিলেন। তিনি পাকিস্তানের পাশাপাশি চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ব্রিটেনের মতো দেশে ভারতের কূটনীতিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। (আরও পড়ুন: হিন্ডেনবার্গের নয়া দাবি সামনে আসতেই '৩ জুনের শেয়ার বাজার জালিয়াতি' নিয়ে সরব TMC)
আরও পড়ুন: 'যোগী স্টাইলে' ধর্ষকের এনকাউন্টারের পক্ষে সওয়াল অভিষেকের, উলটো সুর ফিরহাদের গলায়
দীর্ঘ কয়েক দশক কংগ্রেসে থাকার পরে প্রথম ইউপিএ সরকারের সময়কালে সনিয়া গান্ধীর সঙ্গে তিক্ততা বাড়ে নটবরের। তাঁর ছেলে জগৎ সিং আবার বিজেপিতে ছিলেন। এই আবহে মন্ত্রিত্ব ছেড়েছিলেন নটবর। তবে ছেলের সঙ্গে বিজেপিতে যোগ দেননি তখন। পরে কংগ্রেস ত্যাগী নটবর ২০০৮ সালে যোগ দিয়েছিলেন মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে। তাঁর ছেলে জগৎও বিএসপি-তে যোগ দিয়েছিলেন। তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এর চার মাসের মধ্যে দল তাঁকে বহিষ্কার করেছিল।