বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘বোকা বানাচ্ছে প্রশান্ত কিশোরের সংস্থা’,তৃণমূল ছেড়ে তোপ গোয়ার প্রাক্তন বিধায়কের

‘বোকা বানাচ্ছে প্রশান্ত কিশোরের সংস্থা’,তৃণমূল ছেড়ে তোপ গোয়ার প্রাক্তন বিধায়কের

মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর (ছবি সৌজন্যে হিন্দুস্তান)

গোয়ার পন্ডার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার গতকালই তৃণমূল ত্যাগ করার ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় বড়সড় রাজনৈতিক ধাক্কা খেয়েছেন গতকালই। দলে যোগ দেওয়ার মাসখানেকের মধ্যেই মোহভঙ্গ প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার। লাভু সহ তৃণমূল কংগ্রেসের পাঁচ নেতা দল থেকে পদত্যাগ করেছেন গতকাল। মমতাকে লেখা চিঠিতে তিনি বলেছেন, ‘আমরা এমন কোনো দলের সঙ্গে থাকতে চাই না যারা গোয়াকে ভাগ করার চেষ্টা করছে।’

চিঠিতে দলত্যাগী নেতা আরও লেখেন, ‘আমরা টিএমসিতে এই আশা নিয়ে যোগ দিয়েছিলাম যে এটি গোয়া এবং গোয়ানদের জন্য উজ্জ্বল দিন নিয়ে আসবে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে টিএমসি গোয়া এবং গোয়ার মানুষকে বুঝতে পারেনি।’

পদত্যাগকারী তৃণমূল সদস্যরা তাদের পদত্যাগপত্রে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের নেতৃত্বে I-PAC-এর কথা উল্লেখ করে লাভু বলেন, ‘আপনারা যে কোম্পানিকে গোয়াতে প্রচারের জন্য নিয়োগ করেছেন তারা গোয়ার জনগণকে বোকা বানাচ্ছে। তারা গোয়ার মানুষের মন বুঝতে পারেনি।’

গত সেপ্টেম্বরে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগদান করেন৷ তাঁর সঙ্গে ও পরে বেশ কয়েকজন তৃণমূলে আসেন৷ সেই দলেই ছিলেন গোয়ার পন্ডার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার৷ শুক্রবার তিনিই তৃণমূল ত্যাগের কথা ঘোষণা করেন৷ তাঁর মতে, যখন কোনও দল হেরে যাবে বুঝতে পারে, তখনই মিথ্যা প্রতিশ্রুতি দেয়৷ তৃণমূল কংগ্রেস গরিবদের বোকা বানাচ্ছে৷ তাই তিনি তৃণমূলের সঙ্গে থাকতে চান না বলে জানিয়েছেন৷ একই সঙ্গে তিনি তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগও তুলেছেন৷

বন্ধ করুন