গণ অভ্যুত্থানের জেরে গত ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেই বাংলাদেশে আওয়ামী লিগ সরকারের পতন হয়। সেই সময় অন্যান্য প্রাক্তন মন্ত্রী ও দলের নেতারাও পালানোর চেষ্টা করেছেন। অনেকেই বিদেশে পালাতে সফল হয়েছেন, আবার বহু নেতা, প্রাক্তন মন্ত্রীকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি একটি খবর সামনে এসেছে যে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান নাকি কলকাতায় গা ঢাকা দিয়ে রয়েছেন। এবার তাঁর বিষয়ে বিস্ফোরক দাবি করল বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ দাবি করেছে, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধভাবে সীমান ভারতে এসেছেন।
আরও পড়ুন: মুর্শিদাবাদ সীমান্তে ২ ভারতীয়কে অপহরণ করল বাংলাদেশি সীমান্তরক্ষীরা
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, আওয়ামী লিগ নেতা কলকাতায় গা ঢাকা রয়েছেন। সম্প্রতি তাঁকে ইকো পার্কে দেখা গিয়েছে। এই বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ দাবি করেছে, আসাদুজ্জামান অবৈধভাবে ভারতের প্রবেশ করেছেন। কারণ অভিবাসন দফতরের কাছে তাঁর ভারতে যাওয়ার কোনও তথ্য নেই।
বুধবার বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে, সংস্থার প্রধান মহম্মদ শাহ আলম বলেন, তিনি সংবাদ মাধ্যমের প্রতিবেদন দেখেছেন এবং বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে ভারতে যাননি। অভিবাসন দফতরের কাছে এবিষয়ে কোনও তথ্য নেই।’ তিনি আরও বলেন, যেহেতু অভিবাসন দফতরের কাছে কোনও রেকর্ড নেই, তাতে নিশ্চিত করা যায় তাঁর ভারতে থাকাটা অবৈধ। তিনি স্থলপথে অবৈধভাবে হেঁটে বা অন্য কোনও মাধ্যমে ভারতে প্রবেশ করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার কলকাতার ইকো পার্কে আসাদুজ্জামানসহ বেশ বাংলাদেশের বেশ কয়েকজনের একটি ভিডিয়ো ফুটেজ তুলে ধরে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম। তিনি ছাড়াও সেখানে দেখা গিয়েছে, প্রাক্তন সাংসদ অসীম কুমার উকিলকে। এছাড়াও দেখা গিয়েছে আরও একজনকে।
সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ মুনিম ফেরদৌস বলেন, পুলিশ ইউনিটের কাছেও তাঁদের বিষয়ে কোনও তথ্য নেই। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৈধ বা বেআইনিভাবে ভ্রমণ করেছেন কিনা সে বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে কোনও অবহেলা বা গাফিলতি নেই। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি।’