মহীপাল সিং চৌহান
বাঘের নানা ছবি নানা সময়ে নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এবার অবশ্য় একটি বাঘ নয়, দুটি বাঘের ছবি দেখা গিয়েছে। সেই ছবি পোস্ট করেছেন এক আইএফএস। আর সেই ছবি দেখে নানা মন্তব্য ভেসে আসছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে বাঘ দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।
এবার চোরাশিকার বিরোধী শিবিরের একটি ছবি পোস্ট করেছেন এক প্রাক্তন আইএফএস অফিসার। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) এক অবসরপ্রাপ্ত আধিকারিক ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি আকর্ষণীয় পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে চোরা শিকার প্রতিরোধী একটি ক্যাম্পের একেবারে মুখে বসে রয়েছে দুটি বাঘ।
মঙ্গলবার, আইএফএস অফিসার সুশান্ত নন্দা, যিনি এক্স (পূর্বে টুইটার) এ নানা সময় নানা পোস্ট করেন। গভীর জঙ্গলের মধ্যে একটি চোরাশিকার বিরোধী শিবিরের প্রবেশদ্বারে শান্তভাবে বসে থাকা একটি বাঘের একটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল যেন সেটি গোটা এলাকার উপরে নজর রাখছে। পোস্টটিতে একটি হাস্যকর স্পর্শ যুক্ত করে তিনি বাঘটিকে জঙ্গলের ‘আসল প্রহরী’ হিসাবে উল্লেখ করেছেন।
ক্যাপশনে নন্দা লেখেন, 'জঙ্গলের গভীরে চোরাশিকার বিরোধী শিবিরে আসল ফরেস্ট গার্ড।
পোস্টটি দেখুন এখানে:
নেটিজেনরা সেই ছবিতে দ্বিতীয় একটি বাঘও দেখতে পেয়েছেন।
প্রথম নজরে ছবিটিতে একটি নিঃসঙ্গ বাঘের ছবি মনে হলেও, নেটিজেনরা শীঘ্রই অফিসিয়াল বিল্ডিংয়ের সামনে গাছের নীচে বিশ্রামরত দ্বিতীয় একটি বাঘকে দেখতে পান। এর জেরে সুশান্ত নন্দা দ্রুত সেই ছবিকে বদলে ফেলেন। তিনি পরামর্শ দিয়েছেন যে ক্যাপশনটিতে কেবল একজন অভিভাবকের পরিবর্তে ‘বনের রক্ষী’ পড়া উচিত।
ক্যামেরায় ধরা পড়া বিরল এবং কৌতূহলজনক মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। কয়েক ঘন্টার মধ্যে, পোস্টটি ১০,০০০ এরও বেশি ভিউ অর্জন করেছে, ব্যবহারকারীরা নানা মতামত দিয়েছেন এই ছবি দেখে।
বিস্ময় ও বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিক্রিয়া জানাল সোশ্যাল মিডিয়া
নানা ধরনের কথা লিখছেন নেট নাগরিকরা। একজন ব্যবহারকারী উত্সাহের সাথে লিখেছেন, ‘বাহ... ভালোবাসি’ অন্য একজন মজা করে মন্তব্য করেছেন, ‘আমি আমার বাড়িতে বসে আছি, আপনার সমস্যা কী?’ প্রবেশদ্বারে বাঘের অপ্রত্যাশিত অবস্থানের প্রতিক্রিয়ায়।
কিছু ব্যবহারকারী এই দৃশ্যের মহিমার প্রশংসা করেছেন, একজন মন্তব্য করেছেন, ‘মহিমান্বিত,’ অন্য একজন বলেছেন, ‘এই দৃশ্যটি এত সুন্দর। অন্যরা ক্যাপশন সংশোধনের দিকে মনোনিবেশ করেছিলেন, একজন বলেছিলেন, ’উভয় বাঘকে স্বীকৃতি দেওয়ার জন্য 'গার্ড' এর পরিবর্তে 'গার্ডস' হওয়া উচিত। ' আরেকজন কৌতুকপূর্ণ জবাব দিলেন, 'হতে পারে, স্ত্রীর জন্য অপেক্ষা করছে।