গত কয়েক দিন ধরে বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটি লিঙ্কডইন প্রোফাইল নিয়ে জোর আলোচনা চলছে। সেই লিঙ্কডইন প্রোফাইলের মালিকের নাম সঞ্জীব শর্মা। ভারতীয় বংশোদ্ভূত সঞ্জীব বর্তমানে স্পেসএক্স-এ কর্মরত। তাঁর ওয়ার্ক প্রোফাইল বলছে, বর্তমানে ইলন মাস্কের সংস্থায় কর্মরত সঞ্জীবের কর্মজীবন শুরু হয়েছিল ভারতীয় রেলে।
সঞ্জীবের এই সাফল্যকে কেউ বলছেন, কল্পনার উড়ান। তো কারও মতে, এ হল সেই স্বপ্নের উড়ান, যা অনেকটা রূপকথার মতো। তবে, সকলেই মানছেন, স্বপ্ন যত বড়ই হোক না, যাঁদের তা পূরণ করার মতো জেদ ও সুষ্ঠু পরিকল্পনা করার ক্ষমতা আছে, এবং যাঁরা তার জন্য পরিশ্রম করতে পিছপা হন না, তাঁরা সেই স্বপ্ন বাস্তব করতে সক্ষম। সঞ্জীবের সাফল্যই তার প্রমাণ।
উল্লেখ্য, সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা হোক, কিংবা বৃহস্পতির উপগ্রহ ইউরোপার উদ্দেশে নাসার নয়া অভিযান, ইদানীং লাগাতার এইসব নানা কারণে সংবাদ শিরোনামে থেকেছে স্পেসএক্স।
তথ্য বলছে, একদিকে যখন এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে একের পর এক সাফল্যের নজির গড়ছে স্পেসএক্স, ঠিক সেই সময়েই এই সংস্থার বিভিন্ন অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন ভারতের সঞ্জীব। স্পেসএক্স যে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট সিস্টেম গড়ে তুলেছে, সেই প্রকল্পের অন্যতম প্রধান সদস্য তিনি।
গত কয়েক দিনের ঘটনা প্রবাহে সঞ্জীব শর্মার ব্যক্তিগত কর্মজীবনও যেন এক ধাক্কায় মহাকাশের মস্ত এক ছায়াপথ পাড়ি দিয়ে ফেলেছে। তাঁর লিঙ্কডইন প্রোফাইলে তার নিদর্শনও রয়েছে।
ভারতীয় রেল থেকে স্পেসএক্স:
আইআইটি রুরকী থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছিলেন সঞ্জীব। পরবর্তীতে তিনি ভারতীয় রেলে যোগদান করেন এবং টানা ১১ বছর সেখানে চাকরি করেন। ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ভারতীয় রেলের একজন ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। এরপর ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন ডেপুটি চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে।
এরপর চাকরি ছেড়ে সোজা মার্কিন মুলুকে পাড়ি দেন সঞ্জীব। ফের শুরু করেন পড়াশোনা। ২০০৩ সালে সেখানকার কলোরাডো বোলডার বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েই এমএসসি ডিগ্রি লাভ করেন।
এরপর ২০০৮ সালে মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট অফ টেকনোলজি নিয়ে পড়াশোনা করে আরও একটি মাস্টার ডিগ্রি নিজের ঝোলায় পোরেন।
পড়াশোনার মধ্যেই ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে সিগেট টেকনোলজিতে যোগ দেন সঞ্জীব। সেখানে প্রায় সাড় ন'বছর চাকরি করে তিনি। ২০১৩ সালের জানুয়ারি মাসে স্পেসএক্স-এর স্ট্রাকচারস্ গ্রুপে একজন ডাইনামিক ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেন সঞ্জীব। ২০১৮ সালের নভেম্বর মাস পর্যন্ত সেই চাকরি করেন তিনি।
এরপর ২০১৮ সালের নভেম্বর থেকে ২০২২ সালের জুলাই মাস পর্যন্ত ম্য়াটারনেট ইঙ্ক-এ একাধিক পদে দায়িত্ব সামলান সঞ্জীব। তারপর ২০২২ সালের জুলাই মাসে ফেরেন স্পেসএক্স-এ। যেখানে বর্তমানে একজন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসাবে তিনি কর্মরত রয়েছেন। তিনি মূলত স্টারশিপ ডাইনামিক্স নিয়ে কাজ করেন।
সঞ্জীবের এই সফরনামা মাথা ঘুরিয়ে দিয়েছে ইন্টারনেট ব্যবহারকারীদের। লিঙ্কডইন থেকে ফেসবুক, কিংবা ইলন মাস্কেরই মাইক্রো ব্লগিং সাইট এক্স, সর্বত্রই জোর চর্চা চলছে ভারতীয় বংশোদ্ভূত এই গুণী ও পরিশ্রমী মানুষটিকে নিয়ে।