বাংলা নিউজ > ঘরে বাইরে > KK Shailaja: ৫০০-র পিপিই কিট কেনা হয় ১৫৫০ টাকায়! কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী শৈলজার বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ

KK Shailaja: ৫০০-র পিপিই কিট কেনা হয় ১৫৫০ টাকায়! কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী শৈলজার বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ

কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা (HT_PRINT)

কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজার বিরুদ্ধে পিপিই কিট এবং চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। 

কোভিড মোকাবিলায় তাঁর পদক্ষেপ প্রশংসিত হয়েছে বিশ্বের সর্বত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে রিপোর্ট হয়েছে। আন্তর্জাতিক পুরস্কার পেয়েও তা গ্রহণ করেননি দলীয় নীতির কারণে। এহেন কেকে শৈলজার বিরুদ্ধেই এবার উঠল পিপিই কিট সংক্রান্ত দুর্নীতির অভিযোগ। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে এই মামলায় তলব করেছে কেরলের লোকায়ুক্ত। অভিযোগ, কোভিড যখন প্রাথমিক পর্যায়ে, সেই সময় পিপিই কিট এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের লোকায়ুক্ত।

সিপিআইএম নেতাকে আগামী ৮ ডিসেম্বর তলব করেছে দুর্নীতি দমন সংস্থা। কংগ্রেস নেতা বীনা এস নায়ারের একটি অভিযোগ দায়ের করার পরেই এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, ২০২০ সালে কোভিডের শুরুর সময়ে এক একটি পিপিই কিট কিনতে কেরল সরকার খরচ করেছিল ১৫৫০ টাকা করে। সেই সময় খোলা বাজারে পিপিই কিটের দাম এর থেকে কম ছিল বলে দাবি করা হচ্ছে। গত সপ্তাহে কুয়েতে এক অনুষ্ঠানে শৈলজা নিজেও বলেন যে তিনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন ১৫০০ টাকা দিয়ে পিপিই কিট কেনে সরকার। এর কিছুদিন আগেই খোলা বাজারে সেই কিটগুলির দাম ছিল মাত্র ৫০০ টাকা।

এই নিয়ে কেরলের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা মেনে নেন যে মহামারীর প্রাথমিক দিনগুলিতে পিপিই কিটগুলি কিনতে বেশি টাকা খরচ করেছিল কেরল সরকার। তাঁর যুক্তি, বাজারে পিপিই কিটের অভাব থাকায় বেশি দাম দিয়ে তা কিনতে হয়েছিল সরকারকে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অনুমতি নিয়েই এই কাজ করা হয়েছিল বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, মানুষের জীবনকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা পিপিই কিটের গুণগত মান নিশ্চিত করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই বেশি দামে পিপিই কিট কেনার অনুমোদন দিয়েছিলেন তিনি। এদিকে কংগ্রেসের অভিযোগ, পিপিই কিট ছাড়াও গ্লাভস, থার্মোমিটার এবং অক্সিজেন মিটার সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রেও দুর্নীতি হয়। পিপিই কিট নিয়ে নিজের যুক্তি দিলেও বাকি চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির পরিপ্রেক্ষিতে মুখ খোলেননি শৈলজা।

ঘরে বাইরে খবর

Latest News

KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.