বাংলা নিউজ > ঘরে বাইরে > Marriage of daughter in law: কোভিডে মৃত্যু হয়েছিল ছেলের, বিধবা পুত্রবধূর বিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক

Marriage of daughter in law: কোভিডে মৃত্যু হয়েছিল ছেলের, বিধবা পুত্রবধূর বিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক

বিধবা পুত্রবধূর বিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক। প্রতীকী ছবি

২০২১ সালের মে মাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন সম্বিত। এরপরে তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। কটকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। এরপরেই বিধবা পুত্রবধূর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন বিধায়ক। প্রাক্তন বিধায়ক বলেন, ‘এটি আমার জন্য একটি স্মরণীয় দিন।’

কোভিডে মৃত্যু হয়েছিল ছেলের। কিন্তু, পুত্রবধূর ভবিষ্যতের কথা চিন্তা করে পুত্রবধূর অন্যত্র বিয়ে দিলেন ওড়িশার প্রাক্তন বিধায়ক। ওই প্রাক্তন বিধায়কের নাম নবীন নন্দ। প্রায় দেড় বছর আগে মৃত্যু হয়েছিল বিধায়কের পুত্র সম্বিত নন্দের। পুত্রবধূর নাম মধুস্মিতা। গত ২৪ জানুয়ারি মঙ্গলবার ভুবনেশ্বরের নয়াপল্লি এলাকার লক্ষ্মী মন্দিরে বালাসোর জেলার রেমুনার শিব চন্দনের সঙ্গে হিন্দু রীতি অনুযায়ী মধুস্মিতার বিয়ে দেন প্রাক্তন বিধায়ক।

২০২১ সালের মে মাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন সম্বিত। এরপরে তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। কটকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। এরপরেই বিধবা পুত্রবধূর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠান সম্পর্কে একটি আবেগপূর্ণ পোস্ট করে প্রাক্তন বিধায়ক লেখেন, ‘এটি আমার জন্য একটি স্মরণীয় দিন। আমি জানি না আমি ঠিক করছি নাকি ভুল করছি। যাই হোক, আমি আমার পুত্রবধূকে হিন্দু আচার-অনুষ্ঠান মেনে বিয়ে দিয়েছি। তাঁর বাবা এতে সম্মতি দিয়েছেন। ঈশ্বর তাঁদের আশীর্বাদ করুন।’ এই পদক্ষেপের জন্য প্রাক্তন বিধায়কের প্রশংসা করে সমাজকর্মী ঋতুপূর্ণা মোহান্তি বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে নন্দ দৃষ্টান্তমূলক এবং সংস্কারমূলক পদক্ষেপ করেছেন। তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

উল্লেখ্য, মধুস্মিতার পরিবারের সম্মতি পেয়ে বিয়ে অনুষ্ঠিত হয়। প্রাক্তন বিধায়ক তাঁর ছেলে সম্বিতের মৃত্যুর পরে তাঁকে সবরকমভাবে সমর্থন করেছিলেন। বিয়ের অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই বিয়েতে খুশি উভয় পক্ষ। প্রাক্তন বিধায়কের পাশাপাশি মধুস্মিতা এই বিয়েতে খুশি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন