বাংলা নিউজ > ঘরে বাইরে > Ex Pak PM Imran Khan Arrested: অবশেষে প্যাভিলিয়নে 'ক্যাপ্টেন', আদালতের বাইরে গ্রেফতার হলেন ইমরান খান

Ex Pak PM Imran Khan Arrested: অবশেষে প্যাভিলিয়নে 'ক্যাপ্টেন', আদালতের বাইরে গ্রেফতার হলেন ইমরান খান

গ্রেফতার ইমরান খান (ANI)

মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্টে উপস্থিত হয়েছিলেন ইমরান খান। সেখানেই আদালতের বাইরে রেঞ্জাররা ইমরানকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে। পাক সংবাদমাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী, আপাতত পাক রেঞ্জার্সের হেফাজতেই রয়েছেন তিনি।

গ্রেফতার করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খানকে। এর আগে একের পর এক মামলায় নাম জড়িয়েছে তেহরিক-ই-ইনসাফ প্রধানের। এই আবহে মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্টে উপস্থিত হয়েছিলেন ইমরান খান। সেখানেই আদালতের বাইরে রেঞ্জাররা ইমরানকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে। পাক সংবাদমাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী, আপাতত পাক রেঞ্জার্সের হেফাজতেই রয়েছেন তিনি। এদিকে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী তথা ইমরান ঘনিষ্ঠ পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী দাবি করেন, ইমরানের গাড়ি ঘিরে ফেলা হয়েছে। অবশ্য ইমরানের গ্রেফতারির বিষয়টি তিনি নিশ্চিত করেননি।

এর আগে লাহোরে তাঁর বাসভবনে গিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা করেছিল পুলিশ। ইমরানের বাড়ির কাছে পুলিশ ও জনতার মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল সেই সময়। তোষাখানা দুর্নীতি মামলা সহ একাধিক মামলার খাড়া ঝুলছে ইমরানের মাথার ওপরে। সন্ত্রাসবাদের ধারাতেও মামলা দায়ের হয়েছে বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেট তারকার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে, কোনও এক দুর্নীতি মামলাতেই ইমরানকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে পাক মিডিয়ার তরফ থেকে। এদিকে গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুলেছেন ইমরান। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কোনও মামলা নেই। তারা আমাকে জেলে ভরতে চাইছে। আমি প্রস্তুত আছি।’

পাক সংসদে আস্থা ভোটে হেরে যাওয়ার পর থেকেই দিন খারাপ যাচ্ছে ইমরানের। তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। খারিজ হয়েছে তাঁর সাংসদপদ। তাঁর ওপর প্রাণনাশী হামলা হয়েছে। আর এবার তিনি হলেন গ্রেফতার। প্রসঙ্গত, ইমরান খানের দাবি ছিল, তিনি রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেম বলেই আমেরিকার চক্ষুশূল হন। আর তাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে, তখন ইমরান খান মস্কোতে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন তিনি। কতকটা ভারতের পথে হেঁটেই আমেরিকার পাশাপাশি রাশিয়া ও চিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছিলেন ইমরান। তার আগে আফগানিস্তানে তালিবানকে সমর্থন করতে দেখা গিয়েছিল তাঁকে। এই সবের মাঝেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কে চিড় ধরেছিল। তবে নয়া সরকার আসার পর থেকে পাকিস্তান এবং ওয়াশিংটন ফের কাছাকাছি আসতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সবদিক দিয়েই চাপ বেড়েছে ইমরানের ওপর। 

 

 

বন্ধ করুন