পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আরও বিপাকে। এবার তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, খুনের অভিযোগ তুলে মামলা দায়ের করল পাকিস্তান পুলিশ। ইমরান সমেত ৪০০ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এই মামলা। উল্লেখ্য, পাকিস্তানের পার্টি তেহরিক-এ-ইনসাফের একটি সভা চলাকালীন ব্যাপক হিংসার ঘটনার জেরে এই অভিযোগগুলিতে মামলা দায়ের হয়েছে। সেই হিংসার ঘটনায় ১ জনের মৃত্যুও হয়।
প্রসঙ্গত, ইমরান গদিচ্যূত হওয়ার পর পাকিস্তানের ক্ষমতায় আসে ইমরান বিরোধী ‘পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ’ পার্টির নেতৃত্বের জোট সরকার। তারা পাকিস্তানের কুর্সিতে আসার পর থেকেই ইমরানের বিরুদ্ধে পর পর মামলা দায়ের হয়। সদ্য ইমরান খানের বিরুদ্ধে দায়ের হওয়া সন্ত্রাস ও খুনের অভিযোগের মামলাকে ধরলে , এইটি ৮০ তম কেস, যা ইমরানের বিরুদ্ধে দায়ের হয়েছে নতুন সরকারের আমলে। সদ্য তাঁর বিরুদ্ধে লাহোর পুলিশ দায়ের করেছে মামলা। উল্লেখ্য, পাকিস্তানে এই নয়া জোট সরকারের ১১ মাস কেটে গিয়েছে। তারই মাঝে, তোশাখানা কেস সমেত একাধিক মামলায় ইমরানকে কার্যত বিদ্ধ করেছে শাহবাজ শরিফ সরকার। ইমরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পাকfস্তানের রাষ্ট্রীয় উপহার বিক্রির। ( শার্টের স্লিভের ভিতরে সোনা নিয়ে পাচার! এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রিউ গ্রেফতার)
উল্লেখ্য, এরপর সদ্য ইমরানের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে সন্ত্রাস ছড়নো ও খুনের , সেটি ইমরানের পার্টি তেহরিক-এ ইনসাফের সভা ঘিরে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষ হয়। তখনই পিটিআইয়ের সদস্য আলি বিলাল নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ইমরানপন্থীদের দাবি পুলিশি অত্যাচারে আলির মৃত্যু হয়েছে। এদিকে, সেদিনের সংঘাত ঘিরে ১০০ জন পিটিআই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, ঘটনার অভিযোগ দায়ের হয়েছে পাকিস্তান পুলিশের কাছে। সেখানে দায়ের হওয়া এফআইআর থেকে দেখা যাচ্ছে, ৬ জন পাকিস্তান-তেহরিক- এ-ইনসাফ পার্টি কর্মী আহত হয়েছেন সংঘর্ষে। ঘটনায় পার্টির তাবড় নেতা ফাওয়াদ চৌধুরী, ফারপক আজিজ, হাম্মাদ আজহারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এদিকে, সেদিনের সভায় পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন ইমরান। তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় পুলিশি অত্যাচারের একাধিক ভিডিয়ো পোস্ট করতে থাকেন। তারপরই উঠে আসে প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর মামলার খবর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup