বাংলা নিউজ > ঘরে বাইরে > Qamar Bajwa: ফ্রান্সে পারিবারিক সফরে গিয়ে হেনস্থার শিকার প্রাক্তন পাক সেনা প্রধান বাজওয়া, ভিডিয়োয় যা দেখা গেল

Qamar Bajwa: ফ্রান্সে পারিবারিক সফরে গিয়ে হেনস্থার শিকার প্রাক্তন পাক সেনা প্রধান বাজওয়া, ভিডিয়োয় যা দেখা গেল

পাকিস্তানের প্রাক্তন সেনা প্রধান কামার বাজওয়াকে হেনস্থা।

এক ভিডিয়োতে দেখা যায়, ফ্রান্সের এনেসিতে এক সিঁড়িতে বসেছিলেন বাজওয়া ও তাঁর স্ত্রী। সেখানে তাঁদের একসঙ্গে দেখেই ক্ষোভে ফেটে পড়েন ওই আফগান নাগরিক। তিনি

গিয়েছিলেন পারিবারিক এক ট্রিপে। অবশ্যই সেখানে সঙ্গে ছিল তাঁর পরিবার। সেখানের হেনস্থার শিকার পাকিস্তানের প্রাক্তন সেনা প্রধান কামার বাজওয়া। এক আফগান নাগরিকের দ্বারা তিনি হেনস্থার শিকার হন। পাকিস্তানের প্রাক্তন সেনা প্রধান পরিবারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ফ্রান্সে। আর সেখানেই তিনি হেনস্থার প্রবল শিকার হন। গোটা ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসে।

এক ভিডিয়োতে দেখা যায়, ফ্রান্সের এনেসিতে এক সিঁড়িতে বসেছিলেন বাজওয়া ও তাঁর স্ত্রী। সেখানে তাঁদের একসঙ্গে দেখেই ক্ষোভে ফেটে পড়েন ওই আফগান নাগরিক। তিনি ক্রমাগত হেনস্থা করতে থাকেন বাজওয়াকে টার্গেট করে। পাকিস্তান সেনার প্রাক্তন প্রধানকে দেখেই মানবাধিকার লঙ্ঘন সমেত একাধিক অভিযোগের কথা তোলেন ওই আফগান নাগরিক। বাজওয়ার ভিডিয়োতেই শোনা যায় ওই আফগান নাগরিক অভিযোগের সুর চড়া করছেন। তিনি অভিযোগ তোলেন, এই প্রাক্তন পাকিস্তানি সেনা প্রধান তালিবানকে সাহায্য করেছিলেন। আর সেই কারণেই আফগানিস্তানে চলেছে তালিবানি লুঠ।

এদিকে, এই ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়ায় একাধিক বার্তা আসে। অনেকেই বলেন, ‘প্রাক্তন পাকিস্তানি সিওএএস জেনারেলকে এভাবে হেনস্থার শিকার হতে হয়েছে ফ্রান্সে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ এদিকে, গোটা ঘটনা নিয়ে পাকিস্তানের তরফে সরকারি কোনও বক্তব্য এখনও সামনে আসেনি। এদিকে, পাকিস্তানের এই প্রাক্তন সেনা প্রধানের বিরুদ্ধে বর্তমানে 'প্রাক্তন' পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান একের পর এক তাবড় অভিযোগ আনেন। ইমরান দাবি করেছেন, বাজওয়ার মেয়াদ যাতে গদিতে থাকে, তার জন্য বাজওয়া কাশ্মীর বিক্রি করতে চান। এমনকি, ইমরানের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্র বাজওয়া করেছিলেন বলেও দাবি করেন ইমরান। ইমরানের দাবি ছিল, আমেরিকার সাহায্য নিয়ে বাজওয়া, শাহবাজ শেরিফকে পাকিস্তানের গদিতে বসতে সাহায্য করেছেন। সেই ঘটনার পর ফ্রান্সের রাস্তায় ঘটে যাওয়া এই কাণ্ডের দৃশ্য হয়েছে ভাইরাল।

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন