বাংলা নিউজ > ঘরে বাইরে > Ex Raw Chief claims Modi to help Pakistan: 'মনে হচ্ছে মোদীজি পাকিস্তানকে সাহায্য করবেন', দাবি প্রাক্তন 'র' প্রধানের

Ex Raw Chief claims Modi to help Pakistan: 'মনে হচ্ছে মোদীজি পাকিস্তানকে সাহায্য করবেন', দাবি প্রাক্তন 'র' প্রধানের

নরেন্দ্র মোদী (ANI/PIB)

অমরজিৎ দাবি করেন, 'চলতি বছরের শেষের দিকেই পাকিস্তানকে সাহায্য করতে পারে ভারত সরকার।' তিনি বলেন, 'আমার অনুমান, মোদীজি পাকিস্তানকে সাহায্য করতে পারেন। আমি এই নিয়ে ভেতরের কোনও তথ্য পাইনি। তবে আমার মনে হচ্ছে যেন এরকমটাই হতে পারে।'

অর্থনৈতিক ভাবে দেউলিয়া হওয়ার দোরগোড়ায় পাকিস্তান। আইএমএফ-এর থেকে ১ বিলিয়ন ডলার অর্থ সাহায্য চেয়ে ক্রমাগত আলোচনা করছে তারা। এরই মধ্যে চিনের থেকে ৭০০ মিলিয়ন ডলার অর্থসাহায্য পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার পথে হেঁটে 'ঋণের ফাঁদে' পা দিয়েছে ইসলামাবাদ। এই আবহে এবার চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন 'র' প্রধান অমরজিৎ সিং দৌলত। তাঁর মতে, প্রধানমন্ত্রী মোদী হয়ত পাকিস্তানকে আর্থিক ভাবে সাহায্য করে এই সংকটের সময়ে রক্ষা করতে পারেন। যদিও ভারতের তরফে এর আগেই জানানো হয়েছিল যে পাকিস্তানকে আর্থিক ভাবে সাহায্য করার বিষয়ে এখন ভাবনা চিন্তা করছে না তারা। (আরও পড়ুন: বৈঠকের পর প্রকাশ্যে G20 অর্থমন্ত্রীদের মতানৈক্য, রাশিয়া-চিনের বিপরীত মেরুতে ভারত)

অমরজিৎ দাবি করেন, 'চলতি বছরের শেষের দিকেই পাকিস্তানকে সাহায্য করতে পারে ভারত সরকার।' তিনি বলেন, 'আমার অনুমান, মোদীজি পাকিস্তানকে সাহায্য করতে পারেন। আমি এই নিয়ে ভেতরের কোনও তথ্য পাইনি। তবে আমার মনে হচ্ছে যেন এরকমটাই হতে পারে।' যদিও 'র' প্রধানের মত, এই বিষয়ে ভারতের সতর্ক হওয়া উচিত। অবশ্য তাঁর দাবি, পাকিস্তানের দিকে মনোনিবেশ করার প্রয়োজন ভারতের। অমরজিৎ বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে যে কোনও সময়, যে কোনও অবহেই আলোচনায় বসা যায়। আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমাদেরই আলোচনা জারি রাখতে হবে।’

পাকিস্তানকে সম্প্রতি ৭০০ মিলিয়ন ডলার 'অর্থসাহায্য' করেছে চিন। এর আগে এভাবেই 'অর্থসাহায্য' এবং 'বিনিয়োগ'-এর নামে শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে সেই দেশকে আর্থিক ভাবে পঙ্গু করে দিয়েছে চিন। এই আবহে পাকিস্তানকে দেওয়া এই ঋণ নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। এবং এই নিয়ে ভারতের সঙ্গে এবার 'গুরুত্বপূর্ণ' আলোচনা শুরু করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। উল্লেখ্য, বিগত কয়েকবছর ধরেই চিনা 'ঋণের ফাঁদ' নিয়ে চর্চা শুরু হয়েছে বিশ্বে। বিভিন্ন দেশকে অর্থ সাহায্য দিয়ে কার্যত তাদের নিজেদের বশে নিয়ে আসে চিন। গতবছরই শ্রীলঙ্কার ভয়ানক পরিস্থিতি তার অন্যতম প্রমাণ। ভারতের পড়শি নেপাল, বাংলাদেশকেও এই 'ঋণের ফাঁদে' ফেলতে চায় চিন। পাকিস্তান ইতিমধ্যেই সেই ফাঁদে আর্ধেক পা দিয়ে রেখেছে 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে'র নামে। আর এবার দেশের আর্থিক হাল ফেরাতে চিনের থেকে ৭০০ মিলিয়ন ডলার অর্থসাহায্য নিল পাকিস্তান।

পাক অর্থমন্ত্রী ইশাক দার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে চিনের থেকে ৭০০ মিলিয়ন ডলার অর্থসাহায্য পেয়েছে পাকিস্তান। তিনি জানান, স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানকে এই টাকা দিয়েছে চায়না ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এই আবহে 'বিশেষ বন্ধু' চিনকে ধন্যবাদ জানান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক নিরাপত্তা বৈঠকে শেহবাজ শরিফ বলেন, 'কয়েকদিন আগেই আমাদের এক বন্ধু রাষ্ট্র সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। এবং সেই মতো আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েও দিয়েছে তারা। এই বিষয়টি কখনও ভোলা যাবে না।' এই পরিস্থিতিতে ভারত পাকিস্তানকে সাহায্য করবে কি না, তা কোনও ভাবে স্পষ্ট নয়।

বন্ধ করুন