বাংলা নিউজ > ঘরে বাইরে > Donald Trump fears Arrest: পর্নস্টার কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, ইমরানের মতোই আন্দোলনের ডাক ট্রাম্পের

Donald Trump fears Arrest: পর্নস্টার কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, ইমরানের মতোই আন্দোলনের ডাক ট্রাম্পের

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (USA TODAY Sports)

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁকে মঙ্গলবার দিন গ্রেফতার করা হতে পারে। এই আবহে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সুরেই নিজের অনুগামীদের পথে নামার জন্য বললেন এই রিপাবলিকান রাজনীতিবিদ। 

গ্রেফতারির আশঙ্কা করছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যেন ঠিক পাকিস্তানের মতো কাণ্ড। প্রতিবেশী দেশে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও গ্রেফতারির আশঙ্কায় আদালতে আদালতে ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে 'আন্দোলনের' ডাক দিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। সেই একই সুরে এবার ডোনাল্ড ট্রাম্পও নিজের অনুগামীদের 'আন্দোলন' করতে বললেন। ট্রাম্পের কথায়, আগামী মঙ্গলবারের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এদিকে ট্রাম্প নিজে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করলেও তাঁর আইনজীবী বলেন, মার্কিন বিচার বিভাগের তরফে এখনও এই নিয়ে কোনও বক্তব্য পেশ করা হয়নি। ট্রাম্পের আইনজীবী দাবি করেন, মিডিয়া রিপোর্টের ওপর ভিত্তি করেই নিজের 'আশঙ্কা' প্রকাশ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। (আরও পড়ুন: IMF থেকে ঋণ পেতে পাকিস্তানকে ছাড়তে হবে পারমাণবিক কর্মসূচি, কী বলছে ইসলামাবাদ?)

উল্লেখ্য, মনে করা হচ্ছে, মার্কিন বিচার বিভাগ ট্রাম্পের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছে। এদিকে ট্রাম্প গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করলেও, কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে, তা তিনি প্রকাশ করেননি। তবে তিনি দাবি করেন, মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হতে পারে। জানা যাচ্ছে, ২০১৬ সালে ট্রাম্পের তরফ থেকে তাঁর আইনজীবী পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে টাকা দিয়ে তাঁর মুখ বন্ধ করানো হয়েছিল। এই আবহে নিউইয়র্কের ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস ট্রাম্পের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে। আর তা হলে প্রথমবার কোনও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ'-এ ট্রাম্প দাবি করেন, ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে 'বেআইনি ভাবে তথ্য ফাঁস হয়েছে', এবং তা থেকেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জানতে পেরেছেন যে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হতে পারে। প্রসঙ্গত, ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন গত বুধবার জুরির সামনে নিজের জবানবন্দি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আর তারপর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে ট্রাম্পের গ্রেফতারি নিয়ে।

আরও পড়ুন: ৩০টি মার্কিন শহরকে ‘চুনা লাগাল’ নিত্যানন্দের কৈলাস, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে

এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্যাপিটল হিল হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা করা হতে পারে বলেও জল্পনা চলেছিল বেশ কিছু দিন। তবে সেসব বিতর্ক পিছনে ফেলে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কোমর কষছিলেন ট্রাম্প। রিপাবলিকান প্রাইমারির দৌড়ে নিজের নাম লিখিয়ে ফেলেছেন ট্রাম্প। এর আগে মার্কিন মিডটার্ম নির্বাচনে অনেক সেনেটর ও কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল তাঁকে। এই আবহে তাঁর এই গ্রেফতারির আশঙ্কার মাঝেই ট্রাম্প অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে জানা গিয়েছে, ট্রাম্পের প্রাক্তন আইনজীবী জুরির সামনে দাবি করেছেন যে ট্রাম্পের হয়ে পর্নস্টারকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন তিনি। এক দশক পুরনো এক ঘনিষ্ঠ রাতের কথা ধামাচাপা দিতেই নাকি তা করা হয়েছিল।

 

বন্ধ করুন