বাংলা নিউজ > ঘরে বাইরে > সিধুর পিচে খেলার ‘পরামর্শ’, ইমরানকে কটাক্ষ প্রাক্তন স্ত্রী রেহাম খানের

সিধুর পিচে খেলার ‘পরামর্শ’, ইমরানকে কটাক্ষ প্রাক্তন স্ত্রী রেহাম খানের

ইমরান খান ও তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান (ছবি সৌজন্যে লাইভ হিন্দুস্তান)

ইমরান খানকে ধারাবাহিকভাবে আক্রমণ শানিয়ে চলেছেন রেহাম খান।

পাকিস্তানের ক্ষমতা থেকে অপসারিত হয়েছেন ইমরান খান। এহেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে কটাক্ষে বিদ্ধ করলেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। এর আগে ইমরান খানকে 'বিভ্রান্ত' বলে কটাক্ষ করেছিলেন রেহাম। আর এবার রেহাম খান বললেন যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কমেডি শোতে যোগ দেওয়া উচিত। কপিল শর্মা শোতে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর স্থানে ইমরানকে যোগ দেওয়ার পরামর্শ রেহামের।

রেহাম বলেন, ‘তাঁকে (ইমরান খান) বলিউডে সুযোগ দেওয়া উচিত। তিনি কমেডিতে প্রতিভাবান। দ্য কপিল শর্মা শোতে পাজির (নভজ্যোত সিং সিধু) শূন্যস্থান পূরণ করতে পারেন তিনি (ইমরান খান)। তাঁর পাজির সঙ্গে ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এবং এখনও তো তিনি কবিতা লেখাও শুরু করে দিয়েছেন।’

এর আগেও টুইটারেও নিজের প্রাক্তন স্বামীর মজা ওড়ান রেহাম খান। হামজা আজহার সালাম নামক এক সাংবাদিক ইমরানকে কটাক্ষ করে টুইট করে লিখেছিলেন যে ইমরান খানের কাছে এখন চারটি বিকল্প রয়েছে ভবিষ্যতের জন্য। তিনি ক্রিকেট ধারাভাষ্যকার, জিম প্রশিক্ষক, টিভি বা রেডিয়ো সঞ্চালক বা মাদ্রাসার ইমাম হতে পারেন। এই টুইটটি রিটুইট করে রেহাম লিখেছিলেন ‘কপিল শর্মার সাইডকিক।’

প্রসঙ্গত, ইমরান খানের খারাপ সময়ে তাঁর প্রাক্তন স্ত্রী তাঁর মজা ওড়ানোর একটি সুযোগও ছাড়ছেন না। ইমরানের বিদায় নিয়ে টুইট করে রেহাম খান লিখেছিলেন, ‘ইমরান এখন ইতিহাস! আমি মনে করি নয়া পাকিস্তান গড়তে গিয়ে তিনি যে জগাখিচুড়ি রেখে গিয়েছেন তা পরিষ্কার করার জন্য আমাদের একসাথে দাঁড়ানোর দিকে মনোনিবেশ করা উচিত।’

বন্ধ করুন