গতবছর কলকাতার দুর্গাপুজো ইউনেস্কের স্বীকৃতি পেয়েছে। এই আবহে আজ কলকাতায় এই দুর্গাপুজো নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতার বাইরোও অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। দিল্লি, মুম্বইয়ের মতো শহরে বসবাসরত বাঙালিরা নিজেদের মতো আয়োজন করেন এই পুজোর। ইউরোপ, আমেরিকাতেও দুর্গাপুজো হয়ে থাকে। তবে মেক্সিকোতে দুর্গাপুজো? হয়ত কলকাতার অনেক বাঙালি এই বিষয়ে কিছু শোনেননি... জানেন না। তবে মেক্সিকোতেও দুর্গাপুজো হয়। এবং তা হয় মেক্সিকোর গুয়াদালাহারা শহরে। (তথ্যসূত্র এবং ছবি: উৎসব দাস)
1/4পুজো আয়েজকদের দাবি, গোটা মেক্সিকোতে এই দুর্গাপুজো বৃহত্তম। ২০১৬ সাল থেকে এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে চলেছে। ২০১৭ সালে প্রথমবার প্রতিমা তৈরি করে মাতৃ আরাধনা শুরু হয়। তবে এই প্রতিমা কিন্তু ভারত থেকে যায় না। বরং, এটি তৈরি করেন মেক্সিকান সিরামিক শিল্পীরা। (Guadalajara Durga Puja Committee)
2/4গুয়াদালাজারা মেট্রোপলিটন এলাকার কাছে টোনালা একটি শহর আছে। এটিকে মেক্সিকোর কুমোরটুলি বলা না গেলেও এই শহরটি বিখ্যাত মৃৎশিল্প এবং সিরামিক কাজের জন্য। এই শহরের শিল্পীরাই ২০১৭ সালে দেবী দুর্গার প্রতিমা তৈরি করেছিলেন গুয়াদালাহারা দুর্গাপূজা কমিটির আর্জিতে। তখন থেকে তাঁরাই দেবী প্রতিমা তৈরি করে আসছেন। (Guadalajara Durga Puja Committee)
3/4পুজোর দিনগুলিতে দেবী আরাধনার পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়। সঙ্গে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানও বেশ অভিনব। এখানে মেক্সিকান শিল্পীরা ভারতীয় নৃত্য পরিবেশন করেন। ভারতীয় সঙ্গীতও পরিবেশিত হয় এই অনুষ্ঠানে। সঙ্গে ভারতীয় খাবারের মেলা বসে। ডান্ডিয়া নাচের পাশাপাশি সন্ধ্যারতি এবং সিঁদুর খেলাও হয়। ঠিক যেন ‘ম্যাডক্স স্কোয়ারে’র মেক্সিকান সংস্করণ। (Guadalajara Durga Puja Committee)
4/4এই পুজো কমিটির সদস্যরা হলেন - সন্দীপন সিকদার, ইপ্সিতা সাহা, নারায়ণ মুখোপাধ্যায়, সৌরভ দাস। পুজো আয়োজকদের বক্তব্য, ‘এই পুজা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ চোখে পড়ে। ভারতীয় এবং মেক্সিকান, উভয় এই পুজোয় অংশগ্রহণ করেন। মেক্সিকানরা বাঙালি পোশাকে সেজে ওঠেন এবং যোগদান করেন পুজোতে। সংকৃতিক অনুষ্ঠানে উল্লেখ্যযোগ্য মেক্সিকান শিল্পীরা ভারতীয় নৃত্যা পরিবেশন করে থাকেন।’ (Guadalajara Durga Puja Committee)