বাংলা নিউজ > ঘরে বাইরে > Exotic Snakes: ২৮ টি বিরল প্রজাতির সাপ নীলাচল এক্সপ্রেসে! কোটি টাকা মূল্যের সরীসৃপদের নিয়ে কোথায় যাচ্ছিলেন মহিলা?

Exotic Snakes: ২৮ টি বিরল প্রজাতির সাপ নীলাচল এক্সপ্রেসে! কোটি টাকা মূল্যের সরীসৃপদের নিয়ে কোথায় যাচ্ছিলেন মহিলা?

বিরল সাপ ধরা পড়ল ট্রেনে।

মূল খবর যায়, খড়গপুর কন্ট্রোলরুম থেকে। সঞ্জয় তিওয়ারি জানিয়েছেন, সেখান থেকে রেল পুলিশ জানতে পারে যে এক মহিলা বস্তা বোঝাই বিরল প্রজাতির ২৮ টি সাপ ধরে রেখে নিয়ে যাচ্ছেন। টাটানগরের পথে তিনি দিল্লি যাচ্ছেন এমন খবরও রেল পুলিশের কাছে যায়। বিষাক্ত মাকড়সা, গিড়গিটি সমেত একাধিক সামগ্রী সেই ব্যাগে ( বস্তায়) যাচ্ছে বলে খবর। আর নীলাচল এক্সপ্রেসের মাধ্যমেই সেই সাপের বস্তা যাতায়াত করে।

নীলাচল এক্সপ্রেসের মধ্যে ২৮ টি বিরল প্রজাতির সাপ! শুনে অবাক হলে, আরও জানিয়ে রাখি যে, সেখানে ছিল আরও বিরল প্রজাতির কিছু পোকামাকড়ও। এই সমস্ত কিছু চলছিল পাচার। আর তা ধরতে পেরে যায় রেল পুলিশ। টাটানগরের রেল পুলিশের পোস্ট ইনচার্জ সঞ্জয় তিওয়ারি জানিয়েছেন, ‘বিরল প্রজাতির সাপ ও কিছু পোকামাকড় উদ্ধার হয়েছে একজন মহিলার থেকে। তাঁকে বনদফতরের হাতে খুব শিগগির তুলে দেওয়া হবে। ’

মূল খবর যায়, খড়গপুর কন্ট্রোলরুম থেকে। সঞ্জয় তিওয়ারি জানিয়েছেন, সেখান থেকে রেল পুলিশ জানতে পারে যে এক মহিলা বস্তা বোঝাই বিরল প্রজাতির ২৮ টি সাপ ধরে রেখে নিয়ে যাচ্ছেন। টাটানগরের পথে তিনি দিল্লি যাচ্ছেন এমন খবরও রেল পুলিশের কাছে যায়। বিষাক্ত মাকড়সা, গিড়গিটি সমেত একাধিক সামগ্রী সেই ব্যাগে ( বস্তায়) যাচ্ছে বলে খবর। আর নীলাচল এক্সপ্রেসের মাধ্যমেই সেই সাপের বস্তা যাতায়াত করে। মহিলাকে ধরপাকড়ের পরই জানা যায়, নাগাল্যান্ড থেকে তিনি আসছিলেন। নাগাল্যান্ডের ডিমাপুর থেকে আসছিল বস্তা বোঝাই সাপ। নাগাল্যান্ড থেকে গুয়াহাটি তারপর হাওড়া হয়ে তিনি রওনা হন। হাওড়া থেকে হিজলি আর তারপর দিল্লির উদ্দেশে রওনা হওয়া ছিল তাঁর লক্ষ্য। তবে পুলিশ আসল মুহূর্তে তাঁকে গ্রেফতার করে ফেলে। ফলে গোটা পরিকল্পনা যায় ভেস্তে।

সাপ ধরা পড়ার পর ডাকা হয় সাপুড়েকে। সাপুড়ের মাধ্যমে বিরল প্রজাতির সাপের পরিচিতি পায় পুলিশ। জানা যায় এই সমস্ত সাপের মূল্য কোটি টাকা। বালিবোরার দাম আন্তর্জাতিক বাজারে এখন ২৫ কোটি টাকা, বোলপাইথনের দাম ২৫ হাজার থেকে ৪০ হাজারের মধ্যে। সবুজ লাগুয়ানা লিজার্ড ৫০ হাদার টাকা পর্যন্ত দাম। এক বিশেষ প্রজাতির গুবড়ে পোকা যা ইউরোপীয় ঘরানা, তারও দাম কিছু কম নয়। ১৮ টি এমন পোকা উদ্ধার হয়েছে সেখান থেকে।

 

 

 

বন্ধ করুন