বাংলা নিউজ > ঘরে বাইরে > ১০ টাকার দু'টি ভারতীয় নোট, লন্ডনে নিলাম হবে ২ লক্ষে! কী এমন বিশেষত্ব

১০ টাকার দু'টি ভারতীয় নোট, লন্ডনে নিলাম হবে ২ লক্ষে! কী এমন বিশেষত্ব

কী এমন বিশেষত্ব এই নোটের (@noonansauctions/Instagram)

Expensive Note: ডুবে যাওয়া জাহাজ থেকে পাওয়া দুটি ভারতীয় ১০ টাকার নোট লন্ডনে নিলাম করা হবে।

১০ টাকা মূল্যের দু'টি অতি সাধারণ ভারতীয় নোট, তার দাম এখন নাকি ২ লক্ষ ৬০ হাজার টাকা। ২৯ মে লন্ডনে হবে এর নিলাম। লন্ডনের নুনানস মেফেয়ার নিলাম হাউসে আয়োজন করা হয়েছে এই নিলাম ইভেন্টের। জানা গিয়েছে, ১০৬ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে পাওয়া গিয়েছে এই দু'টি ভারতীয় ১০ টাকার নোট।

  • কেন এত দাম এই নোটের

আসলে, ১৯১৮ সালে, লন্ডন থেকে মুম্বই যাওয়ার সময় এসএস শিরালা নামের এই জাহাজটি ডুবে গিয়েছিল। জাহাজটিকে একটি জার্মান ইউ-বোট (সাবমেরিন) টর্পেডো দিয়ে আক্রমণ করেছিল। সেই সময় জাহাজে ছিলেন ২১৩ জন, যার মধ্যে ৮ জন মারা যান। নিহতদের মধ্যে ৭ জনই ছিলেন ভারতীয়। যতদূর সম্ভব তাদেরই ছিল নোটগুলো। সে সময় এই নোটগুলো ছাপত ব্যাঙ্ক অফ ইংল্যান্ড। এই জাহাজে ৫০ হাজার টন পণ্য বোঝাই করা হয়েছিল। এতে ভারতীয় মুদ্রার আসল কাগজপত্রও ছিল।

  • জাহাজে ১, ৫ এবং ১০ টাকার নোট ছিল

সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, জাহাজটি ডুবে যাওয়ার পর নোটগুলি ভেসে যায় এবং ব্রিটেনের তীরে পৌঁছে যায়। এর মধ্যে রয়েছে ১, ৫ ও ১০ টাকার নোট। এ সময় সেখানে উপস্থিত কর্মকর্তারা নোটগুলো নিজেদের দখলে নিয়েছিলেন। নোটগুলি নজরে আসে, যখন কয়েকদিন আগেই ব্যাঙ্ক অফ ইংল্যান্ড একটি পোস্টের মাধ্যমে ১৯১৮ সালের ইউ জাহাজ ডুবির ঘটনাটি শেয়ার করেছিল। তারপর নোটের ক্রমিক নম্বরও এই ব্যাঙ্কের সঙ্গে মিলে গিয়েছে, যা এই পুরো ঘটনার সত্যতার প্রমাণ দিয়েছে।

  • এই নিলামে কোন কোন নোট বিক্রি হবে

এছাড়া ব্রিটিশ আমলের ভারতীয় ১০০ টাকার নোটও এই নিলামে বিক্রি হবে। আশা করা হচ্ছে এই নোটটি ৪-৫ লক্ষ টাকায় বিক্রি হতে পারে। এই নোটটি কলকাতায় স্বাক্ষরিত এবং স্ট্যাম্প করা হয়েছিল। স্ট্যাম্পটি ১৯১৭ থেকে ১৯৩০ সালের মধ্যে ব্যবহৃত হত। এই নোটে হিন্দি ও বাংলায়ও লেখা আছে। নিলামে একটি ৫ টাকার নোটও রয়েছে, যা ১৯৫৭-৬২ সালের। এই নোটে অশোক চক্র খোদাই করা রয়েছে, যার দাম ২ লক্ষ ৩২ হাজার টাকা থেকে ২ লক্ষ ৯৬ হাজার টাকা পর্যন্তও হতে পারে।

  • এসএস শিরালা জাহাজটি কখন এবং কীভাবে ডুবেছিল

জাহাজটি ইংল্যান্ড থেকে ভারতে রুটে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হত। ২৯শে জুন, ১৯১৮ তারিখে, জাহাজটি তার শেষ সমুদ্রযাত্রা করেছিল। ২১৩ জন যাত্রীর সঙ্গে এই জাহাজে ছিল বিভিন্ন যুদ্ধাস্ত্র, হাতির দাঁত, ওয়াইন, মার্মালেড, লরির যন্ত্রাংশ, মডেল গাড়ির খুচরো জিনিসপত্র এবং হীরাও। ১৯১৮ সালের ২ জুলাই সন্ধ্যায়, একটি জার্মান ইউ-বোট টর্পেডো এই জাহাজটিকে আক্রমণ করেছিল। টর্পেডোটি জাহাজের বন্দরের পাশে আঘাত করলে সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছিল। এরপর জাহাজের ক্যাপ্টেন ইজি মারে ডিকিনসন সবাইকে জাহাজটি খালি করার নির্দেশ দিয়েছিলেন। এর ফলে জাহাজে থাকা ২০০ জন যাত্রীর সবাইই রক্ষা পান। তবে ওই হামলায় নাবিকদের মধ্যে ৮ জন মারা গিয়েছিলেন।

পরবর্তী খবর

Latest News

বালোচিস্তানের নেই ঠিক, 'কাশ্মীর বুলি' পাকিস্তানের গলায়, জোর 'ধমক' ভারতের বিবাহ বহির্ভূত সম্পর্ক স্ত্রীর, রেগে মেয়েকে খুন করে জলঙ্গি নদীতে ফেলে দিল বাবা কোচবিহারে ৬ বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ, দোলের দিন তুলকালাম কাণ্ড আগামী ৮০ দিন শুক্রর দেবগুরুর গৃহে অবস্থান ভাগ্য বদলাবে, ৪ রাশি দেখবে লাভের মুখ সেলিম খানের পা ছুঁয়ে প্রণাম করলেন রণবীর , নেটপাড়ার প্রশ্ন, ‘সলমনের রাগ ভাঙবে?' মিনি বিশ্বকাপ জয়ের পরে অপ্রত্যাশিত মোড়, ইংল্যান্ড সফরেও ভারতের ক্যাপ্টেন রোহিত! দিনহাটার বাজারে ভয়ঙ্কর আগুন, পুড়ে ছাই ১৮টি দোকান, সাহায্যের আশ্বাস উদয়নের বরোদায় মহিলাকে পিষে 'নিকিতা' বলে চেঁচায় সেই চালক, কে এই 'নিকিতা'? মেধাবী ভারতীয় ডক্টরেট ছাত্রীর ভিসা বাতিল USA-র, কে এই রঞ্জনি শ্রীনিবাসন? দিনমজুরের কাছে এল কয়েক লক্ষ টাকা জিএসটি মেটানোর নোটিশ!‌ উড়ে গেল ঘুম

IPL 2025 News in Bangla

IPL 2025 শুরুর আগে দেখে নিন CSK-র সম্পূর্ণ স্কোয়াড, সূচি ও সম্ভাব্য প্রথম একাদশ IPL ফ্র্যাঞ্চাইজিগুলি বিশেষ শর্তে এক ম্যাচের জন্যও পরিবর্ত নিতে পারবে- রিপোর্ট দ্রাবিড়ের একটা কথাই বদলে দিল সঞ্জুর কেরিয়ার! অজানা গল্প শোনালেন RR ক্যাপ্টেন রিঙ্কু থেকে পন্ত, দ্রাবিড় থেকে নেহরা, ল্যাঙ্গার- রঙের উৎসবে রঙিন হল IPL দলগুলো ধোনির ফাঁদে পা দিয়েই ফেঁসে গিয়েছিলেন বেঙ্কটেশ! আজও ভুলতে পারেননি KKR তারকা 2008 IPL-এর মরশুম থেকেই এই টুর্নামেন্ট খেলতে চলেছেন নয় তারকা, জানেন তাঁরা কারা? ভারতীয়রা শুধু IPL-এ খেলেন! CT-তে ভারত বেশি সুবিধা পেয়েছে বলে কাঁদলেন না স্টার্ক IPL 2025 শুরুর আগেই কপাল পুড়ল MI-এর, শুরু থেকে পাওয়া যাবে না বুমরাহকে CT 2025 জয়ের পরে কোহলির ‘নিউ লুক’! IPL 2025 শুরুর আগে নতুন স্টাইলে বিরাট IPL 2025-এ প্লেয়ার পরিবর্তনের নিয়ম কী? ফ্র্যাঞ্চাইজিকে ‘বিশেষ ছাড়’ দিয়েছে BCCI

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.