কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমানোর পরামর্শ দিল বিশেষজ্ঞ কমিটি। এখন প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ব্যবধান রয়েছে ৮৪ দিন। সেটা কমিয়ে আনতে কেন্দ্রকে পরামর্শ দিল কমিটি।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির একটি সূত্র জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে তথ্য প্রমাণ হাতে এসেছে, তার ভিত্তিতেই কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমানোর কথা ভাবা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির তরফে কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়েছে, এখন কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ রয়েছে। সেটা কমিয়ে ৮ থেকে ১৬ সপ্তাহ করা হোক। অর্থাৎ এখন যেটা ৮৪ দিনের ব্যবধান রয়েছে, সেটা কমিয়ে ৫৬ দিন করা হোক। শুধু কোভিশিল্ডের ক্ষেত্রেই এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোভ্যাক্সিনের ক্ষেত্রে অবশ্য দুটি টিকার মধ্যে ব্যবধানের কোনও পরিবর্তন হচ্ছে না।
প্রশাসনিক আধিকারিকদের মতে, কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমালে এখনও যাঁরা দ্বিতীয় ডোজের টিকা পাননি, তাঁদের দ্রুত দ্বিতীয় ডোজের টিকা দেওয়া সম্ভব হবে। যেখানে চিন, দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে, সেখানে দেশের নাগরিকদের দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ শেষ করে নেওয়া সম্ভব হবে। এর আগে গত বছর ১৩ মে এই বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মেনেই কোভিশিল্ডে দুটি ডোজের মধ্যে টিকা নেওয়ার ব্যবধান ৬–৮ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়।