গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর ছিল ১৫৭৬.৩৫ টাকা। তবে গিত কয়েকদিন ধরে শেয়ার বাজারের রক্তক্ষরণ আর এবার '১৫৩০ কোটি টাকার ঘোটালার' খবরের জেরে ইন্দাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম এক ধাক্কায় ২৭.১৫ শতাংশ কমল একদিনে। এর আগে গত দু’দিনে ১০ শতাংশ পতন হয়েছিল ইন্দাসইন্ডের শেয়ার দরে। তবে কেন এই পতন, রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কের ডেরিভেটিভ অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত গরমিল পাওয়া গিয়েছে। ব্যাঙ্কের অভ্যন্তরীণ রিভিউতেই তা ধরা পড়ে। এই পরিমাণ ব্যাঙ্কের মোট বাজার দরের প্রায় ২.৩৫ শতাংশ। এই আবহে ইন্দাইন্ড বাইরের এজেন্সিকে দিয়ে বিষয়টি ফের খতিয়ে দেখাচ্ছে। আরবিআই-কেও এই বিষয়ে অবগত রাখছে। (আরও পড়ুন: এখনও ভারতের ওপর পালটা শুল্ক আরোপ করেননি ট্রাম্প, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী)
আরও পড়ুন: ট্রাম্প-ইউনুস সম্পর্ককে 'মিষ্টি' করতে বার্তাবাহক হবেন ইলন মাস্ক?
আরও পড়ুন: বাংলাদেশি উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা, জনতার হাতে মার খেল পুলিশ
রিপোর্ট অনুযায়ী, ব্যালেন্স শিটে বৈদেশিক মুদ্রার আমানত বা ধারের বিরুদ্ধে হেজ হিসাবে ব্যাঙ্কের দ্বারা এই ডেরিভেটিভ অ্যাকাউন্ট ব্যবহার করা হত। তাতেই গরমিল পাওয়া গিয়েছে। তবে এই গরমিলে আসলে ব্যাঙ্কের কত টাকার লোকসান হবে, তা বাইরের এজেন্সির রিভিউ সামনে এলে জানা যাবে। এরই মাঝে ইন্দাসইন্ড ব্যাঙ্ক স্পষ্ট করে দিয়েছে যে তারা নিজেদের ট্রেজারি বিভাগে নিয়ম মেনে একাধিক সমসাময়িক নিরীক্ষণ চালিয়ে যাচ্ছে। (আরও পড়ুন: 'বসিরহাটের হিন্দুদের অবস্থা সিরিয়ার খ্রিস্টানদের মতো')
আরও পড়ুন: 'ভিডিয়ো করতে বলেন মা', বাংলাদেশে মেয়েকে ধর্ষণের অভিযোগে ধৃত সংখ্যালঘু প্রৌঢ়
আরও পড়ুন: 'ভালো ভাবে ***', সংসদে 'মুখ ফসকে' এ কী বললেন খাড়গে! উত্তাল রাজ্যসভা
উল্লেখ্য, গতকাল শেয়ারবাজারে লেনদেন শেষ হওয়ার সময় ইন্দাসইন্ড ব্যাঙ্কের শেয়ার দর ছিল ৯০০.৫০ টাকা। আর আজ শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই এই ব্যাঙ্কের শেয়ার দর ছিল ৮১০.৪৫ টাকা। আজ ক্লোজিং বেল বাজতে বাজতে সেখান থেকে আরও নেমে শেষ পর্যন্ত ৬৫৫.৯৫ টাকায় পৌঁছায় এই ব্যাঙ্কের শেয়ারের দাম। গত ৪ বছরের মধ্যে যা সর্বনিম্ন। গত একবছরের তুলনায় ইন্দাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম বর্তমানে ৪১.৭৫ শতাংশ কম, ৬ মাসের তুলনায় তা বর্তমানে ৩৭.২৭ শতাংশ কম। আর গত ১ মাসেই ব্যাঙ্কের শেয়ারের দাম পড়েছিল ১৫ শতাংশ। আর আজ ২৭ শতাংশের বেশি (২৪৪ টাকা) পড়েছে ইন্দাসইন্ডের শেয়ারের দর।