বাংলা নিউজ > ঘরে বাইরে > লুধিয়ানার জেলা আদালত চত্বরে বিস্ফোরণ, মৃত ১, আহত কমপক্ষে ৪

লুধিয়ানার জেলা আদালত চত্বরে বিস্ফোরণ, মৃত ১, আহত কমপক্ষে ৪

বিস্ফোরণস্থলে পুলিশ (PTI)

তবে কীভাবে বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে আপাতত পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

লুধিয়ানার জেলা আদালত চত্বরে বিস্ফোরণে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন কমপক্ষে চারজন। বৃহস্পতিবার আদালতের তিনতলায় বিস্ফোরণ হয়েছে। তবে কীভাবে বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে আপাতত পুলিশের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আদালত চত্বরের তিনতলার শৌচাগারে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের সময় আদালতে স্বাভাবিক ছন্দে কাজ চলছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি দেওয়াল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আদালত চত্বরে রাখা কয়েকটি গাড়ির কাঁচও ভেঙে যায়। আপাতত পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে এসেছে দমকল। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, আদালতের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। একটি দেওয়াল ভেঙে পড়েছে।

তারইমধ্যে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। লুধিয়ানার পুলিশ কমিশনার গুরপ্রীত ভুল্লারকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই বলেছে, 'বিস্ফোরণস্থলে যে ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে, তার পরিচয় জানানোর চেষ্টা চলছে। ওই ব্যক্তিই সন্দেহভাজন। যে চারজন আহত হয়েছেন, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ঘটনাস্থলে আছে বম্ব স্কোয়াড। আদালত চত্বরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনসিজি) একটি দলও আছে।' সেইসঙ্গে তিনি জানিয়েছেন, পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করবেন।

সেই বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্‍ সি চান্নি। তিনি বলেন, ‘যেহেতু (বিধানসভা) ভোট এগিয়ে আসছে, তাই কিছু দেশ-বিরোধী এবং রাজ্য-বিরোধী শক্তি এরকম জঘন্য কাজ করছে। সেজন্য অবশ্য সরকার সতর্ক আছে। মানুষকেও সতর্ক থাকতে হবে।’ সেইসঙ্গে তাঁর আশ্বাস, দোষীরা রেহাই পাবে না।

বন্ধ করুন