বাংলা নিউজ > ঘরে বাইরে > Eye Drops: ভারতে তৈরি আই ড্রপে ১১জনের সংক্রমণ, আমেরিকায় ১জনের মৃত্যু, সাবধান!

Eye Drops: ভারতে তৈরি আই ড্রপে ১১জনের সংক্রমণ, আমেরিকায় ১জনের মৃত্যু, সাবধান!

আই ড্রপ, প্রতীকী ছবি

আই ড্রপ থেকে এই সংক্রমণের জেরে স্বাভাবিকভাবে তীব্র উদ্বেগ দেখা গিয়েছে। একদিকে দৃষ্টি শক্তি নষ্ট হওয়া ও অন্যদিকে মৃত্যুর ঘটনার জেরে উদ্বেগ একেবারে চরমে উঠেছে। তবে ওই ওষুধ ব্যবহার করেই এই বিপত্তি হয়েছে কি না তা পরিষ্কার নয়।

এবার ভারতে তৈরি আই ড্রপ ব্যবহার করে মারাত্মক বিপত্তির খবর সামনে আসছে। কাউন্টার থেকে এই আই ড্রপ কেনা হয়েছিল। আর সেই চোখের ওষুধ দেওয়ার পরে দৃষ্টিশক্তি হারাতে হয়েছে বলেও জানা গিয়েছে। এমনকী আমেরিকায় একজনের মৃত্যু হয়েছে বলেও খবর। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্য়ান্ড প্রিভেনশনের তরফে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে সকলকে পরামর্শ দেওয়া হয়েছে কেউ যাতে এই আই ড্রপ ব্যবহার না করেন। আমেরিকার ১২টি প্রদেশের অন্তত ৫৫জনের মধ্যে Pseudomonas aeruginosa লক্ষণ দেখা গিয়েছে। এই ধরনের ব্যাক্টেরিয়া সাধারণত অ্যান্টিবায়োটিকে পাওয়া যায়। এখনও পর্যন্ত জানা গিয়েছে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তিনজন চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন।

এদিকে ওই আই ড্রপ ব্যবহার করেই বিপত্তি হয়েছে কি না তা এখনও প্রমাণিত নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আই ড্রপ ব্যবহার করার পরেই তারা অসুস্থ হয়ে পড়েন। অন্তত ১১জনের চোখের সমস্যা মারাত্মক আকার নিয়েছে। তিনজন পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়েছেন।

এদিকে বলা হচ্ছে এই ওষুধটির সাইড এফেক্ট রয়েছে। সেকারণে এটি ব্যবহার না করাই ভালো। EzriCare Artificial Tears নামে ওই ওষুধটির নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা না করা পর্যন্ত এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই আই ড্রপটির বিক্রি অবিলম্বে বন্ধ করে দেওয়া দরকার। এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ফ্লোরিডা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, টেক্সাস, ওয়াশিংটন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই চোখের ওষুধ থেকে সমস্যা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত যারা এই আইড্রপটি ব্যবহার করেছেন তাদের চোখে সংক্রমণ দেখা দিয়েছে। কয়েকজনের স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে। তবে শুধু চোখের সমস্যা তৈরি হচ্ছে সেটাই নয়। মূত্রথলিতেও সংক্রমণ দেখা দিচ্ছে। রোগীদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। এমনকী এই ব্যাক্টেরিয়াম থেকে একজনের মৃত্যুর ঘটনা হয়েছে। কারণ এই সংক্রমণ তার শরীরের রক্তের মধ্যেও মিশে গিয়েছিল। সেখান থেকেই তিনি ক্রমেই মৃত্যুর দিকে এগিয়ে যান।

তবে আই ড্রপ থেকে এই সংক্রমণের জেরে স্বাভাবিকভাবে তীব্র উদ্বেগ দেখা গিয়েছে। একদিকে দৃষ্টি শক্তি নষ্ট হওয়া ও অন্যদিকে মৃত্যুর ঘটনার জেরে উদ্বেগ একেবারে চরমে উঠেছে। তবে ওই ওষুধ ব্যবহার করেই এই বিপত্তি হয়েছে কি না তা পরিষ্কার নয়। সেকারণেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কাউন্টার থেকে নিজে থেকে আই ড্রপ কিনে তা ব্যবহার না করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.