অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বুধবার জানিয়ে দিয়েছে এবার বিমানযাত্রার সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে করোনা আক্রান্তের সংখ্যা কমে গেলেও যাত্রীরা প্রয়োজনে মাস্ক পরতে পারেন। একাধিক বিমান সংস্থাকে সরকারের তরফে জানানো হয়েছে, কোভিড-১৯ ম্যানেজমেন্টের অংশ হিসাবেই এই নয়া সরকারি পলিসি আনা হয়েছে।
তবে চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিমানের অন্দরে ঘোষণায় বলা যেতে পারে, কোভিড প্রতিরোধে যাত্রীরা মাস্ক বা ফেস কভার ব্যবহার করতে পারেন। তবে ওই ঘোষণায় কোনও জরিমানা আরোপের কথা বলার দরকার নেই।
সরকারি তথ্য় অনুসারে দেখা যাচ্ছে, করোনা থেকে সেরে ওঠার হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৮.৭৯ শতাংশ। মূলত করোনার হার নেমে যাওয়ার জেরেই এই বিশেষ পদক্ষেপ নিচ্ছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিকে বিগত দিনে মূলত অতিমারির ভয়াবহতার দিনগুলোতে বিমানবন্দরে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। ফ্লাইটে মাস্ক ছাড়া কোনওভাবেই ওঠার অনুমতি ছিল না। তবে এবার সেই নিয়মে কিছুটা শিথিলতা আনা হচ্ছে। বিমানে ওঠার ক্ষেত্রে মাস্ক পরতেই হবে এমনটা আর নয়। তবে কোনও বিমানযাত্রী প্রয়োজনে মাস্ক পরতেই পারেন।