Claim: খালি বালতি এবং হাতা নিয়ে লঙ্গর পরিবেশনের নাটক করছেন প্রধানমন্ত্রী।
Fact: খালি বালতি এবং হাতা নিয়ে প্রধানমন্ত্রীর লঙ্গর পরিবেশনের দাবিটি ভুয়ো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই দাবি করছেন যে, খালি বালতি ও হাতা-সহ গুরুদোয়ারাতে খাবার পরিবেশনের নাটক করছেন তিনি। ছবিটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে একজন লিখেছেন, ‘Modi serving with empty bucket and empty spoon That’s his Governance model of serving ordinary people’। (আর্কাইভ লিঙ্ক)

Fact Check/Verification
গুগল লেন্সের সাহায্যে ভাইরাল ছবিটি সার্চ করলে দেখা যায় যে ১৩ মে Aaj Tak-এর এক্স হ্যান্ডেলে একই ধরনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছে যে, পাটলা সহিব গুরুদোয়ারাতে লঙ্গর পরিবেশন করেছিলেন প্রধানমন্ত্রীর।

ভাইরাল ছবিটির সঙ্গে ওই ভিডিয়োর একটি ফ্রেমের হুবহু মিল পাওয়া যায়।

আরও সার্চ করলে দেখা যায় যে ১৩ মে একই ভিডিয়ো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও পোস্ট করা হয়েছিল। ওই ভিডিয়ো থেকে জানা যায় যে, সম্প্রতি বিহার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং সেখানে তখত শ্রী হরিমন্দির জি পাটনা সহিবে শিখ সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে লঙ্গল পরিবেশন করেছিলেন তিনি।

ওই ভিডিয়োতে স্পষ্ট দেখা যায় যে, মাটিতে বসে থাকা ব্যক্তিদের খাবার পরিবেশন করছেন প্রধানমন্ত্রী।

এই সফর নিয়ে NDTV-র একটি রিপোর্টে বলা হয়েছিল যে, বিহারের তখত শ্রী হরিমন্দির জি পাটনা সহিবে লঙ্গর পরিবেশন করেছিলেন প্রধানমন্ত্রী।
Conclusion
সুতরাং এখন থেকে স্পষ্ট যে, খালি বালতি এবং হাতা নিয়ে প্রধানমন্ত্রীর লঙ্গর পরিবেশনের দাবিটি ভুয়ো।
(এই খবরটি Newschecker দ্বারা প্রকাশিত হয়েছিল, এটি শক্তি কালেকটিভের অংশ। শিরোনাম/ উদ্ধৃতি/ প্রাথমিক ভূমিকা প্যারাগ্রাফ ছাড়া বাকি খবরটি হিন্দুস্তান টাইমস বাংলার কর্মীদের দ্বারা সম্পাদিত নয়।
প্রাথমিকভাবে প্রকাশিত খবরটি এখানে: Newschecker-এর লিংক)