বাংলা নিউজ > ঘরে বাইরে > Fake News on Covid Testing: কোভিড পরীক্ষা নিয়ে ছড়িয়েছে ভুয়ো পোস্ট, সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

Fake News on Covid Testing: কোভিড পরীক্ষা নিয়ে ছড়িয়েছে ভুয়ো পোস্ট, সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

কোভিড পরীক্ষা নিয়ে ছড়িয়েছে ভুয়ো পোস্ট, সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (PTI)

আন্তর্জাতিক বিমানবন্দরে ব়্যান্ডম স্যাম্পলিং শুরু হয়েছে। এরই মাঝে টুইটারে কোভিড পরীক্ষা নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে। যা নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

চিন সহ বিশ্বের বহু দেশে ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। ভারতে এখনও এই সংক্রমণের ঢেউয়ের কোনও প্রভাব না পড়লেও আগেভাগেই সতর্কতা অবলম্বনের পথে হেঁটেছে সরকার। এই আবহে দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব়্যান্ডম স্যাম্পলিং শুরু হয়েছে। এরই মাঝে এক টুইট বার্তায় দাবি করা হয়েছে, যে সব দেশে করোনা বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে, সেখান থেকে দেশে ফিরলে কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই টুইট বার্তা ভুয়ো বলে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এক টুইট বার্তায় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, কোভিড পরীক্ষা সংক্রান্ত এই বার্তাটি পুরোপুরি মিথ্যে। এই ভুয়ো, বিভ্রান্তিকর টুইটকে অগ্রাহ্য করার আবেদন জানানো হয়েছে।

টুইট বার্তায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি স্ক্রিনশট পোস্ট করা হয়। তাতে দেখা গিয়েছে গুরুবক্ষ সিং চাহাল নামক এক ব্যক্তি এই ভুয়ো টুইটটি করেছেন। তাঁর নামের পাশে টুইটারের ব্লু টিকও রয়েছে। সেই ভুয়ো টুইটে লেখা, 'দেশের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, যে সব দেশে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে, সেসব দেশ থেকে ভারতে আসতে গেলে বাধ্যমূলক ভাবে কোভিড নেগেটিভ রিপোর্ট প্রয়োজন হবে।'

প্রসঙ্গত, চিন ছাড়াও জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিলে হু হু করে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এই আবহে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা জারি করে ব়্যান্ডম স্যাম্পলিং করতে বলেছে। দুই শতাংশ আন্তর্জাতিক বিমানের যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। রাজ্যগুলিকে জিনোম সিকোয়েন্সিং বাড়াতে বলেছে কেন্দ্র। কেন্দ্রীয় পরিবার কল্যাণ ও স্বাস্থ্যমন্ত্রকের তরফে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। এদিকে আপাতত আন্তর্জাতিক বিমানচলাচলে আপাতত কোনও নিষেধাজ্ঞা জারির কোনও পরিকল্পনা নেই সরকারের। এছাড়া আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রেও কোনও রকমের নতুন বিধি কার্যকরী করা হয়নি। তবে পরিস্থিতির দিকে কেন্দ্র নজর রাখছে।

এদিকে ভারতের চার নাগরিকের মধ্যে ইতিমধ্যেই করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিএফ৭ সাবভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। এই আবহে কলকাতা বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, প্রতিটি আন্তর্জাতিক বিমান অবতরণের পরই দু'শতাংশ যাত্রীদের চিহ্নিত করে তাদের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে আজ থেকে। বাগডোগরা বিমানবন্দরেও যাত্রীদের ব়্যান্ডম টেস্টিং শুরু হয়েছে। উৎসবের মরশুমে বাংলায় বিদেশ ফেরতদের ভিড় বাড়ছে। এদিকে উত্তরবঙ্গেও পর্যটকদের সংখ্যা বাড়ছে। এই আবহে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সরকার।

বন্ধ করুন