বাংলা নিউজ > ঘরে বাইরে > অক্সিজেনের ঘাটতি সংক্রান্ত ‘ভুয়ো বার্তা’, লখনউয়ের নার্সিংহোমের বিরুদ্ধে এফআইআর

অক্সিজেনের ঘাটতি সংক্রান্ত ‘ভুয়ো বার্তা’, লখনউয়ের নার্সিংহোমের বিরুদ্ধে এফআইআর

অক্সিজেনের ঘাটতি সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ (প্রতীকী ছবি )

প্রশাসনকে চাপে রেখে অক্সিজেন মজুতের ছক? 

বুধবার মাঝরাতে লখনউয়ের বিভবখণ্ড এলাকার একটি নার্সিংহোমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে লখনউ জেলা প্রশাসন। অভিযোগ, সংশ্লিষ্ট নার্সিংহোমে অক্সিজেনের ঘাটতি সংক্রান্ত একটি ভুয়ো বার্তা ছড়ানো হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। এই কারণ দেখিয়ে রোগীদের অন্য নার্সিংহোমে স্থানান্তরিত করার কথাও বলা হয়েছিল। জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা জানিয়েছেন গোটা বিষয়টি।

জেলা প্রশাসনের এক পদস্থ কর্তার দাবি, ' হাসপাতালের ডিরেক্টর ও অন্যান্য কয়েকজন এই ধরণের একটি মিথ্যা বার্তা ছড়িয়ে দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করেছিলেন। তারই ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে। ডিজাসটার ম্যানেজমেন্ট অ্যাক্ট ও এপিডেমিক ডিজিজ অ্যাক্টের বিশেষ ধারা সহ ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারায় তাদের অভিযুক্ত করা হয়েছে।'

কিন্তু কেন এই ধরণের বার্তা ছড়ানো হয়েছিল? কী উঠে আসছে তদন্তে? জেলা প্রশাসনের দাবি, গত ৩রা মে এই ধরণের একটি মেসেজ করা হয়েছিল। এর জেরে রোগীর পরিজন ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এরপর ৫ই মে জেলা প্রশাসনের তদন্তে দেখা যায় আটটি জ্যাম্বো সিলিন্ডার ও ২টি বি টাইপ সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর মজুত রয়েছে হাসপাতালে। কোথাও কোনও রকম অক্সিজেনের ঘাটতি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জেলা প্রশাসনকে চাপে রেখে আরও অক্সিজেন মজুত করার লক্ষ্যেই এই ধরনের মেসেজ করা হয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরণের অভিযোগ মানতে চাননি। তাদের দাবি পুলিশি তদন্তেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

 

পরবর্তী খবর

Latest News

বেঙ্গালুরু কি কর্ণাটকে না পাকিস্তানে! কেন হঠাৎ সুইগির ওপর ক্ষুব্ধ হলেন মহিলা শীঘ্রই শুরু হবে সেনসাস, জাতিগণনা নিয়ে এখনও চিন্তাভাবনা চালাচ্ছে সরকার পৃথিবীর টানে ছুটে আসছে 'মিনি মুন'! দুই উপগ্রহ নিয়ে ঘুরপাক খাবে পৃথিবী জুনিয়র ডাক্তারদের নতুন আইনজীবী ইন্দিরা জয়সিং, ছবি নিয়ে আসরে নামল তৃণমূল স্বামী রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! ডিভোর্স চাইলেন স্ত্রী উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.