গত কয়েক দিনে বাংলাদেশের অগ্নিগর্ভ রূপ দেখেছে গোটা বিশ্ব। প্রতিনিয়ত হিংসা, মৃত্যুর মিছিলে ক্লান্ত সেদেশ। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভ শেষে সেদেশে হাসিনা সরকারকে উচ্ছেদ করতে তৎপর হয়। এরপর সদ্য, সদেশ ছেড়ে পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে এসেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার ভারতের আশ্রয়ে থাকাকালীন পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের নিরাপত্তার দিকে কড়া নজর রাখছে দিল্লি। এই পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় দূতাবাসের কূটনীতিবিদদের পরিবার সহ বেশ কিছু আবশ্যক নন, এমন স্টাফকে দেশে ফিরছে ঢাকার ভারতীয় দূতাবাস।
জানা যাচ্ছে, বাংলাদেশের ঢাকায় যেমন ভারতীয় দূতাবাস কাজ করছে, সেভাবেই স্বাভাবিক ছন্দে চলবে কাজ। এদিকে, বহু রিপোর্টের দাবি, আজ বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠন হতে চলেছে। সরকারের নেতৃত্বে থাকবেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। এই অন্তর্বর্তী সরকারে কারা থাকছেন, তা নিয়ে স্পষ্ট তথ্য সামনে না এলেও, জানা যাচ্ছে, ১৫ জনের একটি নামের তালিকা তৈরি হয়েছে বাংলাদেশে। মহম্মদ ইউনুসের সরকারকে সাহায্য করতে চলেছে সেনা, বলে জানিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জমান। বিএনপির একটি সূত্রের দাবি, ছাত্র আন্দোলনের নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন। উল্লেখ্য, বিএনপির ক্ষমতাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে তেমন সখ্যতা দিল্লির ক্ষেত্রে দেখা যায়নিস যতটা আওয়ামি লিগের বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের ছিল। তবে বিএনপির তরফে একেএন ওয়াহিদুজ্জমান বলছেন, ‘আমরা ভারতের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক চাইছি।’ এই ওয়াহিদুজ্জমান বর্তমানে নির্বাসিত অবস্থায় রয়েছেন মালয়েশিয়ায়। যাঁর সঙ্গে লন্ডন নিবাসী রেহমানের সম্পর্ক ভালো। এই রেহমানই হলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়ার পুত্র। যিনি খুব শিগগির বাংলাদেশে আসতে চলেছেন বলে খবর।
এদিকে, নিউজ ১৮ এর খবর বলছে, বেশ কিছু গোয়েন্দা সূত্রের দাবি, বাংলাদেশের নিয়ন্ত্রণ চিন নাকি আমেরিকার হাতে থাকবে, সেই দড়ি টানাটানির বলি হয়েছে হাসিনা সরকার। এই নিয়ন্ত্রণের লড়াইতেই হাসিনাকে দেশ ছেড়ে যেতে হয়েছে বলেও দাবি রিপোর্টের। এদিকে, সদ্য আমেরিকা তার বক্তব্যে জানিয়েছে, ‘আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তাঁরা মহম্মদ ইউনুসের সঙ্গে কাজ করতেও আগ্রহী বলে জানিয়েছে হোয়াইট হাউস।