বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘রাষ্ট্র ভারবারা রাওকে খুন করার পরিকল্পনা করছে’, বিস্ফোরক জেলবন্দি কবির পরিবার

‘রাষ্ট্র ভারবারা রাওকে খুন করার পরিকল্পনা করছে’, বিস্ফোরক জেলবন্দি কবির পরিবার

ভারভারা রাও (ফাইল ছবি)

করোনা আবহে সংকটে জেলবন্দি কবি ভারভারা রাওয়ের জীবন।দয়া করে ওঁনাকে খুন করবেন না,মেডিকাল পরিষেবা দিন-কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারের কাছে দাবি জানাল পরিবার।

ভীমা-কোরেগাঁও মামলায় অভিযুক্ত বিশিষ্ট কবি ভারভারা রাও করোনাভাইরাসের হাইরিস্ক ক্যাটেগরিতে রয়েছেন। করোনার আবহে ভারবারা রাও সহ অনান্য ১১ বামপন্থী মনোভাবাপন্ন জেলবন্দির তাঁর মুক্তির দাবিতে আগেও সোচ্চার হয়েছেন বিশিষ্টরা। রবিবার ফের একবার ভারবারা রাওয়ের জীবন সংকটে রয়েছে বলে দাবি করল তাঁর পরিবার। কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারের কাছে ভারবারা রাওয়কে সত্ত্বর মেডিক্যাল পরিষেবার উপলব্ধ করানোর আর্জি জানিয়েছে তাঁর পরিবার। 

নভি মুম্বইয়ের তালোজা জেলেবন্দি রয়েছেন তেলুগু সাহিত্যের এই বিশিষ্ট কবি। ২০১৮ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁওয়ে দলিত বিজয়দিবস অনুষ্ঠানে বড় গন্ডগোল হয়েছিল। সেই ঝামেলায় জড়িত থাকার অপরাধে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার চক্রান্ত করার অভিযোগে অভিযুক্ত ৮১ বছর বয়স্ক অধ্যাপক ও কবি ভারাভারা রাও। ২০১৮ সালের অগস্ট মাসে গ্রেফতার করা হয় তাঁকে।এরপর জামিনে মুক্তি পান তিনি,পরে ফের সেপ্টেম্বর মাসে গ্রেফতার হন তিনি। তারপর থেকে জেলেই রয়েছেন ভারবারা রাও। করোনা পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্যের কথা বিচার করে জামিনে মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছিল পরিবার,কিন্তু গত ২৭শে জুন সেই আবেদন খারিজ করে দেয় বিশেষ আদালত। 

রাওয়ের বোনপো এন ভেনুগোপাল রাও বলেন, ‘রাষ্ট্র ওঁনাকে হত্যার পরিকল্পনা করছে।ওঁনার ব্রেন ড্যামেজ হচ্ছে ধীরে ধীরে। আমাদের একমাত্র দাবি হল ওঁনাকে মেডিকাল পরিষেবার মধ্যে রাখা তা নাহলে পরিবারকে ওঁনার খেয়াল রাখার অনুমতি দিক সরকার। আমরা দেখভাল করব। ভারতের সংবিধান সকলকে বাঁচার অধিকার দিয়েছে। ওঁনার জীবন সংকটে রয়েছে। দয়া করে ভারবারা রাওকে জেলে মেরে ফেলবেন না’। 

স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৮ মে জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারবারা রাওকে। সেখানে তিনদিন ভর্তি ছিলেন তিনি। এরপর পুনরায় তাঁকে জেলে স্থানান্তরিত করা হয়। তবে তাঁর পরিস্থিতিতে কোনওরকম উন্নতি হয়নি বলেই আনুষ্ঠানিক প্রেস বিবৃতিতে জানিয়েছে তাঁর পরিবার। 

গত ১১ জুলাই টেলিফোনে ভারবারা রাওয়ের সঙ্গে কথা হয় পরিবারের।  হৃদরোগ, আলসার, উচ্চ রক্তচাপজনিত একাধিক সমস্যা আগেই রয়েছে তাঁর। এর পাশাপাশি সেইদিন ভারবারা রাওয়ের কথায় বেশ কিছু অসংলগ্নতা খুঁজে পেয়েছে পরিবার। তিনি হ্যালুশিনেশনের শিকার হয়েছেন বলেই ধারণা তাঁর পরিবার। সেদিন টেলিফোনে নিজের বাবা-মা'র শেষকৃত্যের কথা বলেছেন তিনি, যা প্রায় সত্তর বছর ও চল্লিশ বছর আগের ঘটনা। 

ভারবারার স্বাস্থ্য নিয়ে পরিবারের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন ওই জেলেবন্দি অপর কয়েদিরা।পরিবার আরও জানায়,'আমাদের ওঁনার আশেপাশের বন্দিরা জানানো হয়েছে উনি নিজে বাথরুমে যেতে অসমর্থ,ব্রাশ করতেও পারছেন না এবং কল্পনা করছেন ওঁনার পরিবারের লোকজন ওঁনাকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছে'।

এ্প্রিল মাসে দেশের প্রায় ৪০ জন কবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আবেদন জানিয়ে ছিলেন অন্তত করোনা পরিস্থিতিতে জেলের বাইরে রাখা হোক এই বর্ষীয়ান কবিকে।

ঘরে বাইরে খবর

Latest News

রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.