
কেন্দ্র আশ্বাস দিলেও ৮ ডিসেম্বর ভারত বনধের সিদ্ধান্তে অটল কৃষক নেতারা
১ মিনিটে পড়ুন . Updated: 06 Dec 2020, 04:37 PM IST- ৮ ডিসেম্বর ভারত বনধ হচ্ছেই। নয়া দিল্লিতে দাঁড়িয়ে ঘোষণা করলেন কৃষক নেতা রাকেশ টিকাইত।
কেন্দ্র যতই আশ্বাস দিক, ৮ ডিসেম্বর ভারত বনধ হচ্ছেই। নয়া দিল্লিতে দাঁড়িয়ে ঘোষণা করলেন কৃষক নেতা রাকেশ টিকাইত।
শনিবার সংবাদসংস্থা এএনআই-কে টিকাইত বলেন, ‘সরকার একটি খসড়া তৈরি করে আমাদের দেবে। ওরা বলছে, রাজ্য সরকারগুলির সঙ্গেও আলোচনা করবে। এমএসপি নিয়েও কথা হয়েছে, কিন্তু আমরা বলেছি কৃষক আইন নিয়ে আলোচনা করতে হবে এবং সেগুলি সংশোধন করতে হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ভারত বনধ হচ্ছেই।’
শনিবার সকালে কৃষক নেতারা বলেছিলেন, রাস্তায় থাকতে তাঁদের অসুবিধা নেই এবং সরকার তাঁদের দাবি না মানলে বিক্ষোভ অবস্থান চলবে। তাঁদের এখনও আশা, সরকার তিন কৃষি আইন বাতিল করবে এবং তাঁরা আইনে কোনও সংশোধন মেনে নেবেন না।
তিন কৃষি বিলের বিরুদ্ধে কৃষক বিক্ষোভের অবসান ঘটাতে কেন্দ্রের সঙ্গে কৃষক নেতাদের পঞ্চম বৈঠকেও সমাধান সূত্র অধরা থেকেছে। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও সোম প্রকাশ এমএসপি নিয়ে কৃষকদের আশঙ্কা ভিত্তিহীন বলে জানান। তাঁ
দের দাবি, কেন্দ্রের নতুন কৃষক নীতিতে চাষিরা সংকটে পড়বেন না। প্রয়োজনে এপিএমসি আরও মজবুত করার আশ্বাসও দেন তিন মন্ত্রী। তবে তাতে চিড়ে যে ভেজেনি, ভারত বনধের সিদ্ধান্তে অটল থেকে তা স্পষ্ট করেছেন কৃষক নেতারা।