লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের বড় বার্তা দিলেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ফারুক আব্দুল্লাহ। বিরোধীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘কে প্রধানমন্ত্রী হবেন তা ভুলে যান আগে নির্বাচনে জয়ের দিকে মনোনিবেশ করুন।’ মূলত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে উদ্দেশ্য করেই এই কথা বলেন ফারুক আব্দুল্লাহ।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ৭০তম জন্মদিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন ফারুক আব্দুল্লাহ। এ দিনের অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব-সহ বিভিন্ন দলের নেতারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘কে প্রধানমন্ত্রী হতে চলেছেন তা আমাদের ভুলে যাওয়া উচিত। আসুন প্রথমে আমরা নির্বাচনে জয়ী হই।’ এদিন বক্তব্য রাখতে গিয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফারুক আব্দুল্লাহ। তিনি বলেন, ‘ভারত একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং গণতন্ত্র ও সংবিধান হুমকির সম্মুখীন হচ্ছে।’ কাশ্মীরের সঙ্গে তামিলনাড়ুর তুলনা টেনে ফারুক আব্দুল্লাহ বলেন, ‘শ্রীনগর এবং তামিলনাড়ুর মধ্যে কী মিল আছে? তাপমাত্রা, খাবার, ভাষা, ইত্যাদি আলাদা। তাহলে আমাদের জন্য কী মিল রয়েছে? আমাদের সকলের একটাই লক্ষ্য, সেটা হল একসঙ্গে বসবাস করা এবং একটি শক্তিশালী ভারত গড়া।’
ফারুক আবদুল্লাহ স্টালিনেরও প্রসংশা করেন। তিনি বলেন, ‘স্টালিন একজন মহান পিতার গর্বিত পুত্র। আরও অনেক কিছু করার আছে। শুধু তামিলনাড়ুতে নয়। গোটা ভারতের জন্য অনেক কিছু করার রয়েছে।’ একই সঙ্গে বিরোধীদের একসঙ্গে কাজ করার বার্তা দেন ফারুক আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এমন একটি জাতি গড়ে তুলতে হবে যেখানে আমরা সকলেই শান্তি এবং মর্যাদার সঙ্গে বসবাস করতে পারি।’ একই সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যেও তিনি মিলিতভাবে থাকার বার্তা দেন। তিনি বলেন, ‘আসুন একসঙ্গে থাকুন এবং সম্প্রীতির সঙ্গে কাজ করি।’
ফারুক আবদুল্লাহর মন্তব্যের উত্তরে মল্লিকার্জুন খাড়গে দাবি করেন, তিনি কখনওই বলেননি যে, ঐক্যবদ্ধ বিরোধীদের কে নেতৃত্ব দেবেন বা কে প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, ‘বিভাজনকারী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সকল সমমনা দলকে একত্রিত হতে হবে। এটাই আমাদের ইচ্ছা।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup