বাংলা নিউজ > ঘরে বাইরে > Maharashtra: মেয়েকে দিয়ে সুইসাইড নোট লিখিয়ে আত্মহত্যার অভিনয় করতে বললেন বাবা, তারপরেই খুন

Maharashtra: মেয়েকে দিয়ে সুইসাইড নোট লিখিয়ে আত্মহত্যার অভিনয় করতে বললেন বাবা, তারপরেই খুন

মৃতদেহের প্রতীকী ছবি।

কালামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে পাওয়া পাঁচটি সুইসাইড নোটে বেশ কয়েকজন আত্মীয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়। কিন্তু তদন্তে জানা যায় এটি আত্মহত্যার ঘটনা নয়। তার বাবার মোবাইল ফোন ঘেঁটে সুইসাইড নোট লেখানোর বিষয়টি জানা যায়।

নিজের ১৬ বছরের মেয়েকে দিয়ে একের পর এক সুইসাইড নোট লিখিয়েছিলেন বাবা। তারপর কয়েকজন আত্মীয়কে উচিত শিক্ষা দিতে মেয়েকে আত্মহত্যার অভিনয় করতে বলেছিলেন। বাবার কথায় বিশ্বাস করে টুলের ওপর দাঁড়িয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে গলায় ফাঁসও লাগায় কিশোরী। তারপরে সামনে আসল বাবার আসল মূর্তি। লাথি মেরে টুল সরিয়ে মেয়েকে পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় খুন করলো বাবা। এমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের নাগপুরের কালামনা এলাকা। এই ঘটনায় কিশোরীর বাবা, তার সৎ মা, কাকা, কাকিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

কালামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে পাওয়া পাঁচটি সুইসাইড নোটে বেশ কয়েকজন আত্মীয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়। কিন্তু তদন্তে জানা যায় এটি আত্মহত্যার ঘটনা নয়। তার বাবার মোবাইল ফোন ঘেঁটে সুইসাইড নোট লেখানোর বিষয়টি জানা যায়। ওই মোবাইলকে মেয়ের গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি ছবিও তোলা হয়েছিল। তারপর পুলিশি জেরার মুখে পড়ে ওই ব্যক্তি মেয়েকে খুনের কথা স্বীকার করে। পুলিশ জানায়, ওই ব্যক্তি তার মেয়েকে জানিয়েছিল যে কয়েকজন আত্মীয়কে সে উচিত শিক্ষা দিতে চায়। তাই তাদের নামে মেয়েকে সুইসাইড নোট লিখতে রাজি করিয়েছিল ওই ব্যক্তি। তার মেয়েকে প্রথমে ৫ আত্মীয়দের নাম দিয়ে পাঁচটি সুইসাইড নোট লিখতে বলেছিল। এরপর ওই কিশোরী যখন নিজের গলায় ফাঁস লাগায় তখন ওই ছবিটি তোলা হয়েছিল। তারপরেই মেয়ের পায়ের তলায় থাকা টুলটি লাথি মেরে ফেলে দিয়েছিল।

এরপর অভিযুক্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে তিনি পুলিশকে ফোন করেন, দাবি করেন যে তিনি কিছু কাজের জন্য বাইরে গিয়েছিলেন এবং ফিরে এসে দেখেন তার মেয়ে আত্মহত্যা করেছে পুলিশ প্রাথমিকভাবে পাঁচ আত্মীয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে আত্মহত্যায় প্ররোচনার মামলা নথিভুক্ত করেছে। কিন্তু পরে তদন্তকারীরা তার বাবার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে।

বন্ধ করুন