আসাদউদ্দিন ওয়াইসির মেয়ের শ্বশুর সোমবার হায়দরাবাদে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। পেশায় একজন চিকিৎসক, মাজেরউদ্দিন আলি খান বানজারা হিলসে অবস্থিত নিজের বাড়িতেই বন্দুক থেকে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। ওয়াইসি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ছিলেন মাজেরউদ্দিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরেই এই চরম পদক্ষেপ নিয়েছেন মাজেরউদ্দিন। (আরও পড়ুন: আজ ফের কর্মবিরতিতে যাবেন সরকারি কর্মীরা, হকের ডিএ-র দাবিতে জারি আন্দোলন)
ডাঃ মাজেরউদ্দিন খান নিজেকে গুলি করলে গুরুতর ভাবে জখম হন। এরপরই তাঁর পরিবারের সদস্যরা তাঁকে অবিলম্বে জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান বলে জানা গিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সি ওই চিকিৎসক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই ঘটনার তদন্ত শুরু করে তারা। এই আবহে পশ্চিম অঞ্চলের ডিসিপি জোয়েল ডেভিস ঘটনাস্থল পরিদর্শন করে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। এর আগে মাজেরউদ্দিন আলি খানের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার মামলা দায়ের করা হয়েছিল। প্রসঙ্গত, আসাদউদ্দিন ওয়াইসির দ্বিতীয় মেয়ের বিয়ে হয় মাজেরউদ্দিনের ছেলের সঙ্গে। ২০২০ সালের ২২ সেপ্টেম্বর মাজেরউদ্দিনের ছেলে আবিল আলি খানের সাথে বিয়ে হয়েছিল ওয়াইসির মেয়ের। জানা গিয়েছে ওয়াইসিদের সঙ্গে তিন দশকের বন্ধুত্ব মাজেরউদ্দিনের।
আরও পড়ুন: ৮২৫ কেজি পেঁয়াজ বিক্রি করেও এক পয়সা ঢুকল না কৃষকের পকেটে! কী হচ্ছে দেশে?
পশ্চিম অঞ্চলের ডিসিপি জোয়েল ডেভিস বলেন, 'মাজেরউদ্দিন আলি খানকে তাঁর পরিবারের সদস্যরা দুপুর ১টার দিকে অ্যাপোলোতে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সেখানে মৃত বলে ঘোষণা করেন। আমরা আত্মহত্যার কারণ অনুসন্ধান করছি। মৃত ব্যক্তি তাঁর লাইসেন্সড অস্ত্র দিয়েই গুলি করেছেন। মৃতের পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল এবং পারিবারিক কলহ ছিল। মৃতের বিরুদ্ধে তাঁর স্ত্রী পারিবারিক হিংসার একটি মামলাও দায়ের করেছিলেন।'