মহাকুম্ভ ২০২৫। এই কুম্ভ নিয়ে রোজই সামনে আসছে কত নিত্য নতুন কথা। অজানা কথা জানা হয়ে যাচ্ছে পাঠকদের। আবার কত কথা ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। চোখের আড়ালে যাঁরা ছিলেন এতদিন তাঁরাই এখন ভাইরাল। মোবাইল খুললেই তাঁদের ছবি, তাঁদের রিলস আসছে। রাতারাতি বিখ্য়াত। আইআইটি বাবা থেকে মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে।তবে বিখ্য়াত হওয়ার জ্বালাও অনেক। তেমনই একটা অস্বস্তিকর পরিস্থিতির মাঝে পড়তে হল মোনালিসাকে। শোরগোল চরমে।
বিখ্য়াত হওয়ার জেরে কাউকে আর পছন্দ করছে না আখড়া। আবার মোনালিসার বেলায় অন্যরকম। ধুলো উড়ছে প্রয়াগে। মহাকুম্ভে। সেই ধুলোয় চোখ আটকে যায় দুটো চোখে। সেই চোখ একেবারে অন্যরকম।সেই চোখ মোনালিসার। সেই মোনালিসায় মজেছে নেটপাড়া। রাতারাতি বিখ্য়াত হয়ে যান তিনি।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে মোনালিসা দাবি করেছেন, তাঁর তাঁবুতে কয়েকজন প্রবেশ করার চেষ্টা করেছিল। তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। এমনকী তার ভাইয়ের উপর হামলা চালানো চেষ্টা হয়েছিল বলে তাঁর অভিযোগ। তবে ওই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
ঠিক কী দাবি করা হচ্ছে?
সূত্রের খবর, কয়েকজন যুবক আচমকাই তার সঙ্গে ছবি তোলার জন্য জোরাজুরি করছিল। এমনকী তারা বলতে থাকে তার বাবা ছবি তোলার জন্য় পাঠিয়েছে। তবে যুবকদের হাবভাব দেখে ভয় পেয়ে যান মোনালিসা। তিনি আপত্তি জানান। এরপরই জোর করে ছবি তোলার চেষ্টা করেন যুবকরা। এসবের মধ্য়ে তার বাবা চলে আসেন। তিনি জানিয়ে দেন তিনি কাউকে ছবি তোলার জন্য পাঠাননি। এরপরই বচসা শুরু হয়ে যায়। ওই যুবকরা জোর করে তাঁদের তাঁবুতে প্রবেশের চেষ্টা করেছিল বলে অভিযোগ।
ইতিমধ্য়েই সোস্য়াল মিডিয়ায় এনিয়ে হইচই পড়ে গিয়েছে। শেষ পর্যন্ত মোনালিসা কেমন আছেন তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
রথের মেলায় মালা বিক্রি করেছিলেন রাধারাণী। বঙ্কিমচন্দ্রের উপন্য়াসে সেই রাধারাণীর কথা জানা যায়। আর কুম্ভে মালা বিক্রি করছেন মোনালিসা। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর ছবি। নিতান্তই কষ্টের জীবন। কিন্তু তার মাঝেই তাঁর রূপ দেখে হতবাক অনেকেই। গোটা নেটপাড়া কার্যত মুগ্ধ মোনালিসাকে দেখে। তবে সেই মোনালিসার সঙ্গে ছবি তোলার জন্যই জোর করেছিলেন যুবকরা। এরপরই তাঁর তাঁবুতে প্রবেশের চেষ্টা। গোটা ঘটনায় শোরগোল পড়েছে।