বাংলা নিউজ > ঘরে বাইরে > FIFA World Cup: কাতার বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের মন মজাতে যাচ্ছে হরিণঘাটার মাংস

FIFA World Cup: কাতার বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের মন মজাতে যাচ্ছে হরিণঘাটার মাংস

২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপে এবার কাতারে মিলবে বাংলার হরিণঘাটা মিট।সৌজন্যে টুইটার

সূত্রের খবর,হংকং, সিঙ্গাপুর, কুয়েত, ওমান, মালদ্বীপ, সিঙ্গাপুর, সৌদি আরব, বাহারিনে বাংলার মাংস রফতানি হতে পারে। সেব্যাপারে জোর উদ্যোগ শুরু হয়ে গিয়েছে।

২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপে এবার কাতারে মিলবে বাংলার হরিণঘাটা মিট। যাঁরা ফুটবল খেলা দেখতে আসবেন তাঁরা ইচ্ছা করলে কাতারে বসে চেখে দেখতে পারেন হরিণঘাটার মাংস। কাতারে ফুটবলপ্রেমীদের মন মজাতে বাংলার ব্র্য়ান্ড হরিণঘাটা মিট এবার পুরোদমে খেলার সুযোগ পেয়েছে।

আসলে কাতারে রেড মিটের প্রবল চাহিদা। তবে মাংসপ্রেমীদের মতে, পঞ্জাবি কিংবা পাটনাই মাটনকে বলে বলে গোল দেবে বাংলার মাটন। গোটা বিশ্বজুড়েই বাংলার মাংসের বেজায় নাম ডাক। আর এবার ফিফা ওয়ার্ল্ড কাপের আসরেও হাজির হচ্ছে বাংলার হরিণঘাটার মাংস।

সূত্রের খবর রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন দফতর কাতারে সাপ্লাই করার জন্য ৭ টন মাটনের অর্ডার পেয়েছে। সেই মাংসই সরবরাহ করা হবে কাতারে। মাংস বিক্রি করে প্রায় বাংলায় আসবে প্রায় ১ কোটি বিদেশি মুদ্রা। সব মিলিয়ে হরিণঘাটার মাংসের কদর এবার কাতারেও। 

তবে শুধু কাতারেই নয়, হরিণঘাটার মাংস এবার মধ্যপ্রাচ্যের একাধিক দেশেও সরবরাহ করা হবে। সেব্যাপারেও কথাবার্তা এগোচ্ছে। যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে সেই মাংস পৌঁছে যাবে বিদেশের বাজারে। সূত্রের খবর,হংকং, সিঙ্গাপুর, কুয়েত, ওমান, মালদ্বীপ, সিঙ্গাপুর, সৌদি আরব, বাহারিনে বাংলার মাংস রফতানি হতে পারে। সেব্যাপারে জোর উদ্যোগ শুরু হয়ে গিয়েছে।  

বন্ধ করুন