মল্লিকা সোনি
কাতারের এক চিত্র সাংবাদিক খালিদ-আল-মিসলামের মৃত্যু হয়েছে কাতারে। তিনি আল কাস টিভির প্রতিনিধি হিসাবে চিত্র সাংবাদিকতা করতেন। কাতার বিশ্বকাপ কভার করতে গিয়ে তাঁর মর্মান্তিক পরিণতি। এমনটা সূত্রের খবর। এদিকে এক মার্কিন সাংবাদিকেরও মৃত্যুর পরের দিনই কাতারের ওই চিত্র সাংবাদিকের মৃত্যু। ওই মার্কিন সাংবাদিক LGBTQ সম্প্রদায়ের পক্ষে রামধনূ রঙের টি শার্ট পরেছিলেন। কিন্তু কেন তার মৃত্যু হল তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
গাল্ফ টাইমেসর তরফে একটি টুইট করা হয়েছিল। সেই টুইটেই খালিদ-অল-মিসলামের খবর জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে ফিফা বিশ্বকাপ কভার করতে গিয়ে তাঁর আচমকাই মৃত্যু হয়েছে। আল্লাহর ক্ষমায় আমরা বিশ্বাসী। তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা।
আল কাস টিভি ওই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি মেনে নিয়েছে। তারা আরও বিস্তারিত খবরের জন্য অপেক্ষা করছেন। মেট্রোতে এমনই খবর জানানো হয়েছে। এদিকে ৪৮ ঘণ্টা আগেই খবর এসেছিল এক মার্কিন সাংবাদিকের মৃত্যু হয়েছে কাতারে। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্য়াচ কভার করতে গিয়ে স্টেডিয়ামেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন তিনি।
এদিকে ওই সাংবাদিকের দাদার অভিযোগ, কাতারের সরকার এই মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারে। তাঁর স্ত্রী কেলিন গাউন্ডার সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি আবার সংক্রামক রোগের বিশেষজ্ঞ। এবার মৃত্যু কাতারের সাংবাদিকের। কীভাবে ওই সাংবাদিকের মৃত্য়ু হয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। তবে পরপর সাংবাদিকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রহস্যও দানা বেঁধেছে এনিয়ে।