সম্প্রতি বাড়ছে ভুয়ো খবর। এনিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রের তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্র। বৃহস্পতিবার তিনি বলেন, ‘ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াই করা এবং জনগণকে ভুল তথ্য থেকে রক্ষা করাটাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ।'
সংবাদ মাধ্যমের কৃতিত্বের কথা স্বীকার করে অপূর্ব চন্দ্র জানান, সংবাদ মাধ্যম নিঃসন্দেহে জনগণের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে করোনা অতিমারীর সময় সংবাদ মাধ্যম যেভাবে কাজ করেছে তা প্রশংসার যোগ্য। এরপরেই ভুয়ো খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সচিব। সিআইআই বিগ পিকচার সামিটে বক্তৃতা দিতে গিয়ে মিডিয়া এবং বিনোদন শিল্পের চ্যালেঞ্জগুলির কথা উল্লেখ করেন অপূর্ব চন্দ্র।
ভুয়ো খবরের ফলে কত সংখ্যক মানুষ ভুল তথ্য পেতে পারেন তার পরিসংখ্যানও জানান সচিব। তিনি বলেন, ভারতে ১০২ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী এবং ৬০ কোটি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছেন। তারা মোবাইল ডিভাইসের মাধ্যমে প্রচুর পরিমাণে তথ্য এবং বিনোদন পাচ্ছেন। তাতে ভুয়ো খবরের প্রভাব কতটা পড়তে পারে তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন তরুণরা এখন নতুন মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই বেশি সংবাদ দেখছে।
তিনি আরও উল্লেখ করেছেন, ট্রাই শীঘ্রই এফএমের জন্য সুপারিশ নিয়ে পরামর্শের নথি প্রকাশ করবে। তারপরে সরকার পদক্ষেপ করবে। তিনি আরও জানান, বেঙ্গালুরুতে সরাসরি মোবাইল সম্প্রচারের উপর আইআইটি-কানপুর এবং সাংখ্য’র ল্যাবগুলি অধ্যয়ন চালিয়েছে। এবার নয়ডা বা দিল্লির কাছাকাছি কোনও জায়গায় আরেকটি অধ্যয়ন শুরু করা হচ্ছে।