বাংলা নিউজ > ঘরে বাইরে > ৫ হাজার কোটির আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত সান্দেসাদের তেলের ব্যবসা ফুলে ফেঁপে উঠছে ভিন দেশে! কী ঘটছে নাইজেরিয়ায়?

৫ হাজার কোটির আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত সান্দেসাদের তেলের ব্যবসা ফুলে ফেঁপে উঠছে ভিন দেশে! কী ঘটছে নাইজেরিয়ায়?

চেতন জয়ন্তিলাল সান্দেসারা

ভারতের অপরাধের তালিকায় অন্যতম বড় স্ক্যাম হিসাবে রয়েছে পাঞ্জাব ব্যাঙ্কের জালিয়াতি মামলা। সেই মামলায় ওই ব্যাঙ্ককে প্রতারণা করে ৫০০০ কোটি টাকা জালিয়াতি করার অভিযোগ রয়েছে সান্দেসারা ভাইদের বিরুদ্ধে। ভারতের নজরে তাঁরা ‘পলাতক’।

নাইজেরিয়ার উত্তর পূর্বে সদ্য গত নভেম্বরেই ১ বিলিয়ান ব্যারেল তেলের খোঁজ পেতেই তা উদযাপন করে নাইজেরিয়া সরকার। সেদেশের কোটি কোটি টাকার তেলের প্রজেক্টে যে সংস্থার নাম রয়েছে তার কর্ণধারের কুর্সিতে রয়েছে দুই ভারতীয় ভাই। সান্দেসার ভ্রাতৃদ্বয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক জালিয়াতি মামলায় যে দুই ভাইয়ের বিরুদ্ধে চলছে ভারতে হাইভোল্টেজ মামলা। তেলের বাণিজ্যের সাম্রাজ্যে তারা নাইজেরিয়ার বুকে কার্যত বেতাজ বাদশা! এমনই ইঙ্গিত দিচ্ছে সদ্য প্রকাশিত ব্লুমবার্গের রিপোর্ট।

ভারতে চেতন ও নীতিন সান্দেসারা ভাইরা আপাতত ‘অপরাধী’ হিসাবে অভিযোগের কাঠগড়ায়। তবে নাইজেরিয়ার বুকে তাঁদের বাণিজ্যিক সাম্রাজ্য ফুলে ফেঁপে উঠছে। আফ্রিকার সবচেয়ে বৃহৎ অপরিশোধিত তেলের ভান্ডার নাইজেরিয়া। সেখানের প্রেসিডেন্ট বোলা তিনবু এবার নজরে রাখছেন হাইড্রোকার্বন সেক্টরকে। আর সেই সেক্টরে যে সমস্ত সংস্থা রয়েছে, তাতে বড়সড় মাথা হলেন নীতিন ও চেতন। 

উল্লেখ্য, ভারতের অপরাধের তালিকায় অন্যতম বড় স্ক্যাম হিসাবে রয়েছে পাঞ্জাব ব্যাঙ্কের জালিয়াতি মামলা। সেই মামলায় ওই ব্যাঙ্ককে প্রতারণা করে ৫০০০ কোটি টাকা জালিয়াতি করার অভিযোগ রয়েছে সান্দেসারা ভাইদের বিরুদ্ধে। ভারতের নজরে তাঁরা ‘পলাতক’। আর সেই ‘পলাতক’ ভাইদের ব্যবসা নাইজেরিয়ার ফুলে ফেঁপে উঠছে। তথ্য বলছে, সিবিআই ও ইডি এই দুই ভাইকে খুঁজছে। এদিকে, নাইজেরিয়ার কাছে দিল্লি আবেদন জানিয়েছিল, যাতে সান্দেসারাদের প্রত্যর্পণে তারা রাজি হয়। যদিও নাইজেরিয়া তা নস্যাৎ করে দেয়। এদিকে, নাইজেরিয়ার বুকে এই সান্দেসারা পরিবারের ব্যবসায় যেভাবে পর পর সহযোগিতার পথে হাঁটছে সেদেশের সরকার, তাতে বেশ খানিকটা নজর কাড়ছে কূটনৈতিক মহলের।

২০১৭ সালে গুজরাটি পরিবারের সদস্য সান্দেসারারা ভারত ছেড়ে চলে যান। ২০ বছর আগে নাইজেরিয়ার তেলের বাণিজ্যে সান্দেসারারা প্রবেশ করেন বৈধ লাইসেন্স নিয়ে। তাঁদের দাবি, ভারতে তাঁদের বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে, তার নেপথ্যে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি। এমনই দাবি দুই সান্দেসার। সিবিআইয়ের তথ্য জানাচ্ছে, নাইজেরিয়ার নাগরিকত্বের জন্য বহু আগেই আবেদন করেন সান্দেসারা। তবে তাঁদের নিয়ে কোনও তথ্যের সঠিক জবাব দিচ্ছে না নাইজেরিয়া। দুই সান্দেসা ভাইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় রয়েছে মামলা। ভারতের বুকে, গুজরাটে এই পরিবারের ৬০ হাজার স্কোয়ার ফুটের ফার্ম হাউস রয়েছে আমপাড় গ্রামে। রয়েছে দামি গাড়ি, প্রাইভেট জেট। যে সম্পত্তি চালানোর জন্য ঠিক সময়ে পৌঁছে যায় টাকা। বলছে রিপোর্ট। এছাড়াও নাইজেরিয়ার বুকে তাঁদের বিলাসিতার অভাব নেই। সেখানে দিওয়ালিতে বড়সড় কনসার্ট আয়োজনের নেপথ্যে সান্দেসারা। সেই কনসার্টে বলিউডের নামি গায়িকাকেও দেখা গিয়েছে। উল্লেখ্য, তেল রপ্তানিতে নাইজেরিয়ার অন্যতম বড় সংস্থা সান্দেসাদের সংস্থা। নাইজেরিয়ার সরকারের তেল সম্পর্কিত বিভাগের প্রাক্তন এক প্রধানকে তাঁরা নিজেদের সংস্থাতে কর্মী হিসাবে নিয়োগ করেছেন। দেশে যখন তাঁদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের পাহাড়, তখন নাইজেরিয়ার বুকে এই সান্দেসাদের শিকড় আরও গভীর হচ্ছে বলে দেখা যাচ্ছে। ফলে জালিয়াতি কাণ্ডের এই বড় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ঘিরে দিল্লি কোনপথে হাঁটে, সেদিকে নজর সকলের।  

 

 

 

 

 

 

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

তাপপ্রবাহের রেড অ্যালার্ট! তাপমাত্রা আরও কত ডিগ্রি বাড়বে? রইল আবহাওয়ার খবর দ্বিতীয় দফার প্রচার শেষ, কংগ্রেস–বিজেপি কার গ্যারান্টিতে আস্থা রাখবে মানুষ?‌ রাম হয়ে উঠতে কঠিন কসরত করছেন রণবীর, চেহারায় কোন কোন বদল আনলেন? শেষ ২ ওভারে DC হাফসেঞ্চুরি করল,পন্ত-স্টাবস ঝড়ে স্কোর পৌঁছে গেল ২২৪-এ, হল রেকর্ড বিড়ি বাঁধছে কন্যাশ্রীরা, লক্ষ্য স্বপ্নপূরণ, ভোটমুখী মুর্শিদাবাদে এ কোন ছবি! ‘‌তারকাটা মহিলা’‌, অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিলেন দেবাংশু সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে, রিপোর্ট দিয়ে আদালতে জানাল ED আর্মিতে যোগ দিতে চায় এদিকে ভুঁড়ি! খুদেকে বুদ্ধি দিয়ে সৌরভ বললেন, ‘সবার আগে…’ চায়না মোবাইলকে টেক্কা দিয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল অপরেটর রিলায়েন্স জিও 'বাল্য বিবাহ' করেছেন জয়িতা-পার্থিব! দিদির মঞ্চে রামপ্রসাদের বৌদি বললেন, ‘কেউ…’

Latest IPL News

রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.