২৪ জুলাই সংসদের বাদল অধিবেশনে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ওয়াকিবহাল মহলের সূত্র উদ্ধৃত করে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আগামী ২৩ জুলাই পেশ করা হতে পারে অর্থনৈতিক সমীক্ষা। তবে, প্রতিবেদনে যোগ করা হয়েছে যে দুটি তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি এবং শীঘ্রই ঘোষণা করা হতে পারে।
রিপোর্টে দাবি করা হয়েছে যে তারিখগুলি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই ঘোষণা করা হবে। সংসদের দুটি অধিবেশনের মধ্যে ১৫ দিনের ব্যবধান স্বাভাবিক রীতি। অষ্টাদশ লোকসভার উদ্বোধনী অধিবেশন ২ জুলাই শেষ হওয়ায় পরবর্তী অধিবেশন ১৮ জুলাই থেকে ২২ জুলাইয়ের মধ্যে শুরু হতে পারে। সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, নরেন্দ্র মোদী ৩.০ সরকারের প্রথম বাজেটে দ্রুত উন্নয়নের জন্য সুদূরপ্রসারী অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের সূচনা করা হবে। গরিব, যুবক, মহিলা ও কৃষকদের নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য অনেক ঐতিহাসিক পদক্ষেপও এই বাজেটে দেখা যাবে।
আরও পড়ুন। আলোচনার সীমাবদ্ধতা নেই’, রাশিয়ায় মোদী-পুতিন বৈঠক খুব শীঘ্রই
রাষ্ট্রপতি আরও বলেন, ‘স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি স্থিতিশীল সরকার ভারতকে একটি উন্নত জাতি হিসাবে গড়ে তোলার কাজ নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে এবং দেশে তার লক্ষ্য অর্জন করবে’। তিনি আরও বলেন, ‘এই বাজেট সরকারের সুদূরপ্রসারী নীতি এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির একটি কার্যকর দলিল হবে। বড় বড় অর্থনৈতিক ও সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি অনেক ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেটে।’
গত ১ ফেব্রুয়ারি নির্মলা সীতারামনের পেশ করা অন্তর্বর্তী বাজেটে মধ্যবিত্তের জন্য বড় নীতিগত পরিবর্তন এড়ানো হয়েছে।
আরও পড়ুন। ইতিহাসে প্রথমবার! সেনসেক্স পেরোল ৮০,০০০-র গণ্ডি, নজির নিফটির, নেপথ্যে HDFC