উপনির্বাচনের আগে চরম অস্বস্তিতে কংগ্রেস। উত্তরপ্রদেশে শীর্ষ স্থানীয় কংগ্রেস নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে সম্প্রতি। বাগপতের জেলা কংগ্রেস সভাপতি ইউনুস চৌধুরী নাকি এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছেন। এরই সঙ্গে তিনি সেই মহিলাকে নিজের যৌনাঙ্গ দেখিয়েছেন। এই ঘটনা সামনে আসতেই ইউনুসকে পদ থেকে সরিয়েছে কংগ্রেস। এদিকে কংগ্রেসের জোট সঙ্গী সমাজবাদী পার্টি এই ইস্যুতে সরব হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছে তারা। সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল হাসান চাঁদ এই নিয়ে বলেন, 'এই ধরনের ঘটনাকে কখনও সমর্থন করেনি সমাজবাদী পার্টি। এই ঘটনাতেও আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এই ঘটনার তদন্ত চাই।' এদিকে এই ঘটনায় অবশেষে ইউনুসের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে দাবি করা হয়েছে রিপোর্টে। (আরও পড়ুন: 'তলে তলে চুক্তি... হাসিনাকে আশ্রয় কেন?', অনুপ্রবেশ ইস্যুতে শাহকে তোপ হেমন্তের)
আরও পড়ুন: 'সেনা প্রত্যাহার তো একটা অংশ মাত্র...', ভারত-চিন সম্পর্ক নিয়ে বড় আপডেট জয়শংকরের
এদিকে উত্তরপ্রদেশের বাগপত জেলা সভাপতি পদ থেকে ইউনুস চৌধুরীকে সরিয়ে দলের প্রদেশ সভাপতি অজয় রাই বলেছেন, 'জেলা কংগ্রেস কমিটির সভাপতি পদে থাকাকালীন আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই আপনাকে আপনার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।' এদিকে এই ঘটনা নিয়ে পদ খোয়ানো কংগ্রেস নেতা ইউনুস দাবি করেছেন, ভাইরাল ভিডিয়োর সেই ব্যক্তি তিনি নন। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। কংগ্রেসের রাজ্য মুখপাত্র অভিমন্যু ত্যাগী পিটিআইকে নিশ্চিত করেছেন যে ইউনুস চৌধুরীকে জেলা প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, 'আমি রাজ্য সভাপতি অজয় রাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন যে ইউনুস চৌধুরীকে বাগপতের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।' এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাগপতের পুলিশ সুপার অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, এই ঘটনায় এখনও কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। অর্পিত বিজয়বর্গীয় বলেন, অভিযোগ জমা পড়লে আইন অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। (আরও পড়ুন: তাঁর 'খলিস্তান প্রেম' নিয়ে চর্চার মাঝে কানাডার ৩ হিন্দু মন্দিরে জাস্টিন ট্রুডো)
আরও পড়ুন: 'লাল রেখা পার...', কানাডার মন্দিরে খলিস্তানি হামলায় সরব ট্রুডোর দলেরই সাংসদ
উল্লেখ্য, ঘটনার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করছেন এক ব্যক্তি (দাবি করা হচ্ছে, সেই ব্যক্তিই অভিযুক্ত কংগ্রেস নেতা ইউনুস)। সেই ব্যক্তি এক মহিলার বাড়িতে গিয়ে তাঁকে কুপ্রস্তাব দিচ্ছেন। যৌন সঙ্গমের জন্য একপ্রকার জোরাজুরি করছেন। একসময় ওই যুবতীকে একপ্রকার জোর করে জাপটে ধরেন তিনি। নিজের গোপনাঙ্গও প্রদর্শন করেন। এক পর্যায়ে ওই নারীকে বলতে শোনা যায়, 'আমার মা এখনই চলে আসবেন, এটা ভুল। আপনি বেরিয়ে যান।' যার উত্তরে সেই ব্যক্তি বলতে থাকেন, 'এটাই শেষবার।' তবে হিন্দুস্তান টাইমস স্বাধীনভাবে এই ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।