বাংলা নিউজ > ঘরে বাইরে > সাড়ে ৬ কোটি নিয়ে ফেরৎ দিচ্ছেন না! মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে বড় নালিশ

সাড়ে ৬ কোটি নিয়ে ফেরৎ দিচ্ছেন না! মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে বড় নালিশ

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। (PTI Photo) (PTI)

অভিযোগকারীর দাবি, সরকারের ই-টয়লেট প্রকল্পে টাকা ঢেলে মোটা টাকা ফেরৎ পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ব্যাঙ্কে ও নগদে মিলিয়ে মোট ৬.৮০ কোটি টাকা নিয়েছিল অভিযুক্তরা।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্র বৈভব গেহলটের বিরুদ্ধে সাড়ে ৬ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ। নাসিক পুলিশ এনিয়ে মামলা রুজু করেছে। মুখ্যমন্ত্রীর ছেলে ছাড়াও ১৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সুশীল বালচন্দ্র পাতিল এই অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ৬.৮০ কোটি টাকা আর্থিক তছরূপ হয়েছে। পুলিশ সূত্রে খবর ২০১৮ সালে ১লা জানুয়ারি থেকে ২০২০ সালে ১লা জানুয়ারি পর্যন্ত এই প্রতারণার জাল বিস্তার করা হয়েছিল বলে প্রাথমিকবাবে জানা গিয়েছে।

অভিযোগকারীর দাবি, সরকারের ই-টয়লেট প্রকল্পে টাকা ঢেলে মোটা টাকা ফেরৎ পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ব্যাঙ্কে ও নগদে মিলিয়ে মোট ৬.৮০ কোটি টাকা নিয়েছিল অভিযুক্তরা। কিন্তু তা আর ফেরৎ দেয়নি। পুলিশ আধিকারিক রিয়াজ শেখ জানিয়েছেন, ১৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মোটা টাকা লাভ হবে এই কথা বলে শচিন ভালেরা নামে এক অভিযুক্ত তাকে নানা প্রলোভন দেখিয়েছিল বলে অভিযোগে জানানো হয়েছে।

এদিকে পাতিলের দাবি শচিন নামে ওই কংগ্রেস কর্মী নিজেকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসাবে পরিচয় দিয়ে নানা প্রলোভন দেখায়। একটি বেসরকারি কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার জন্য সে বলেছিল। ৬.৮০ কোটি টাকা দিয়েছিলাম তাদের। এখন আর টাকা চাইলে ফেরৎ দিচ্ছে না। বৈভবের সঙ্গে ভিডিও কলও হয়েছিল। সেখানেও টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

 

 

বন্ধ করুন