বাংলা নিউজ > ঘরে বাইরে > একইসঙ্গে ২৫ স্কুল চাকরি করে বছরে এক কোটি মাইনে, শিক্ষিকার বিরুদ্ধে দায়ের FIR

একইসঙ্গে ২৫ স্কুল চাকরি করে বছরে এক কোটি মাইনে, শিক্ষিকার বিরুদ্ধে দায়ের FIR

ইস্তফা দিয়েছেন ওই শিক্ষিকা (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি কিছু জানতেন না। সংবাদমাধ্যম থেকেই প্রথম বিষয়টি জানতে পেরেছেন।

একইসঙ্গে ২৫ টি স্কুলে চাকরি করতেন। ১৩ মাস পরে শেষপর্যন্ত বিষয়টি যতক্ষণে জানাজানি হল, ততদিনে বেতন হিসেবে এক কোটি টাকা তুলে নিয়েছেন উত্তরপ্রদেশের শিক্ষিকা অনামিকা শুক্লা। সেই অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

সংবাদসংস্থা এএনআই-কে কাসগঞ্জের পুলিশ সুপার (গ্রামীণ) অতুল শর্মা বলেন, ‘শিক্ষিকা অনামিকা শুক্লার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বেসিক এডুকেশন অফিসার। অভিযোগপত্রে বলা হয়েছে, ভুয়ো নথিপত্রের মাধ্যমে তিনি চাকরি পেয়েছেন। এফআইআর দায়ের করা হয়েছে এবং আরও পদক্ষেপ করা হবে।’

কাসগঞ্জের বেসিক শিক্ষা অধিকারী (বিএসএ) অঞ্জলি আগরওয়াল বলেন, ‘ওই শিক্ষিকার নথিতে একাধিক পোস্টিংয়ের বিষয়টি খোঁজ পাওয়ার পর অনামিকা শুক্লাকে নোটিশ পাঠানো হয়েছে। তারপর ওই শিক্ষিকা আমাদের অফিসে এসে ইস্তফা দিয়ে গিয়েছেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’

অন্যদিকে উত্তরপ্রদেশ শিক্ষামন্ত্রী সতীশ দ্বিবেদীর জানান, এ বিষয়ে তাঁর কোনও ধারণা ছিল না। তিনি সংবাদমাধ্যম থেকেই প্রথম বিষয়টি জানতে পারেন। তাঁর কথায়, ‘সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে আমরা জানতে পারি, একজন শিক্ষিকা ২৫ টি জায়গায় কর্মরত। অনামিক শুক্লার নথি ব্যবহার করে তিনি বাগপত, সাহারানপুর, আলিগড়, আমেঠি এবং আম্বেদকর নগরে তাঁর পোস্টিং পেয়েছিলেন। তদন্ত চলছে।’

ঘরে বাইরে খবর

Latest News

সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.