সদ্য সোশ্যাল মিডিয়ায় এক ভোজপুরী গানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাচের একটি ডিপ ফেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে ঝড় উঠেছে। নেহা সিং রাঠৌর নামে এক নেটিজেন বিষয়টি নিয়ে সরব হতেই উত্তর প্রদেশের পুলিশ নামে অ্যাকশনে। এই মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় নেহা সিং রাঠৌর নিজেকে জাতীয়তাবাদী বলে উল্লেখ করেন। তাঁর প্রোফাইলে লেখা রয়েছে, তিনি জন-বক্তা ও সমাজকর্মী। নেহা সিং রাঠৌর এই ভিডিয়োর নেপথ্যে কারা রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন। ভিডিয়োয় মহাত্মা গান্ধী, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের প্রতিকৃতি নিয়ে ডিপ ফেক ভিডিয়ো তৈরি করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই এবার পুলিশ এফআইআর দায়ের করে অ্যাকশনে নেমেছে। নেহা সিং রাঠৌর একটি পোস্টে লেখেন,'উত্তরপ্রদেশের জনপ্রিয় এবং সফল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি মহারাজ তাঁর রাজ্যে নারীদের সম্মান, নিরাপত্তা এবং ক্ষমতায়নের জন্য অনেক প্রচেষ্টা করেছেন। কিছু সস্তা রাস্তার রিলাররা কীভাবে যোগী জিকে কিছু ভিউয়ের জন্য ব্যবহার করতে পারে? ‘একইসঙ্গে তিনি বলেন,' শুধু তাই নয়, কীভাবে সস্তা জনপ্রিয়তার জন্য প্রধানমন্ত্রী ও মহাত্মা গান্ধীর ভিডিও এডিট করে আপলোড করা হচ্ছে।'
নেহার সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে উত্তর প্রদেশের বালিয়া পুলিশ স্টেশনের পুলিশ নেমেছে অ্যাকশনে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। তবে খোঁজ চলছে এই ভিডিয়োর নেপথ্যে থাকা আসল ব্যক্তিদের। বালিয়া পুলিশ স্টেশনের পুলিশের তরফে এবার পদক্ষেপ শুরু হয়েছে। এই ভিডিয়োগুলির স্ক্রিন রেকর্ডিং নিডের পোস্টে তুলে ধরেছেন নেহা। সেখানে এই ডিপ ফেক ভিডিয়োগুলির ঝলক দেখা যাচ্ছে। উল্লেখ্য, সামনেই রয়েছে হরিয়ানা ভোট। হরিয়ানার বিধানসভা ভোটের আগে এমন ধরনের ভিডিয়ো সামনে আসা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। নেপথ্যে কে? প্রশ্নকে সামনে রেখে খোঁজ চালাচ্ছে পুলিশ।