আবার রহস্যের গন্ধ। কানাডার ওকভিলের একটি বাড়িতে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তুঙ্গে। তবে আসল রহস্যটা হল যেখানে আগুন লেগেছে তার পাশেই খলিস্তানপন্থী জঙ্গি গুরপাতোয়ান্ত সিং পান্নুনের বাড়ি। তার পাশের অ্যাপার্টমেন্টেই আগুন লাগে। তবে তাকে নিরাপদে বের করা হয়েছে বলে খবর। কানাডার ওই আগুনে একাধিক স্পোর্টস কার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে বৃহস্পতিবার রাতে প্রায় ৫০০,০০০ মার্কিন ডলারের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় মিডিয়া সূত্রে খবর, প্রচন্ড ধোঁয়ার জেরে দুজন অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে কিছুদিন আগেই হিন্দু গ্রুপের বিরুেদ্ধে বিষোদ্গার করেছিলেন পান্নুন। আমেরিকার হিন্দু গোষ্ঠীর বিরুদ্ধেই তার রাগ।
২ মিনিটের একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন তিনি। সেখানে পান্নুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন তিনি। এদিকে সেই পান্নুনের বাড়ির পাশে কীভাবে আগুন লাগল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। স্থানীয় পুলিশ এনিয়ে তদন্ত করছে। সমস্ত দিক তারা খতিয়ে দেখছে।
এদিকে পান্নুন দাবি করেছিলেন মোদীর অনুষ্ঠানে যে সমস্ত সংগঠন যোগ দেবে তাদের সম্পর্কে খোঁজ নিক মার্কিন প্রশাসন। তাদের সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজ নেওয়া হোক।