ফের খবরে রেল! এবারও এক দুর্ঘটনা। বিশাখাপত্তনম স্টেশনে রেলের খালি কোচে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, ১৮৫১৭ কোরবা- বিশাখাপত্তনম এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। সকাল ১০ টা নাগাদ এই ঘটনা ঘটে যায়। ট্রেনটি বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়েছিল। সেখানেই হঠাৎ ট্রেনের খালি কোচে এই আগুন ধরে। বেশ কিছু রিপোর্টের দাবি, তিনটি বগিতে আগুন লেগেছে। তবে হতাহতের কোনও খবর নেই।
জানা যাচ্ছে, ট্রেনটি সকাল ৬.৩০ মিনিটে বিশাখাপত্তনম স্টেশনে আসে বলে খবর। এরপর, ট্রেনের কোচগুলি প্ল্যাটফর্ম নম্বর ৪ এ দাঁড় করানো ছিল। জানা গিয়েছে, সকাল ১০ টা নাগাদ সেই ট্রেনের খালি কোচে আগুন লাগে। ট্রেন থেকে আগুন বের হতে দেখেই একজন জানায় রেল কর্তৃপক্ষকে। সূত্রের দাবি, বেলা ১০ টা নাগাদ বি-৭ কোচে আগুন লাগে। সেই সময়ই একজন দেখে, তা জানিয়ে দেয় রেল কর্তৃপক্ষকে। জানা গিয়েছে, বি-৭ থেকে আগুন ছড়িয়ে যায় বি ৬ এও। এছাড়াও ট্রেনের এম১ কোচেও লাগে আগুন। তবে গোটা ঘটনায় ট্রেনের ক্ষতি হলেও, হতাহতের খবর নেই।
উল্লেখ্য, রেল ঘিরে একের পর এক দুর্ঘটনায় ক্রমাগত ক্ষোভে ফুঁসছে দেশ। রাঙাপানিতে সদ্য রেল দুর্ঘটনা, বম্বে মেইলে দুর্ঘটনা, চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনার পর ফের একবার রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর ইস্তফার দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এরই মধ্যে বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়ানো ট্রেনে কীভাবে আগুন লাগতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, বেলা ১০ টা নাগাদ ট্রেনে আগুন লাগলেও, বেলা ১১ টার মধ্যে সেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পরে ওই কোচকে, কোচ রক্ষণাবেক্ষণের ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কোচগুলিতে নির্দিষ্ট নিয়ম মেনে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হচ্ছে। রেলের ডিভিশনার ম্যানেজার সৌরভ প্রসাদ বলেন, ট্রেনটির শেষ অংশে আগুন লাগে। ট্রেনের শেষ অংশের কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।