বাংলা নিউজ > ঘরে বাইরে > সেরামের আগুনে মৃত্যু ৫ জনের, শোকপ্রকাশ মোদীর, সুরক্ষিত কোভিশিল্ড, জানালেন কর্তা

সেরামের আগুনে মৃত্যু ৫ জনের, শোকপ্রকাশ মোদীর, সুরক্ষিত কোভিশিল্ড, জানালেন কর্তা

জ্বলছে সেরামের আগুন। (ছবি সৌজন্য রয়টার্স) 

যেখানে আগুন লেগেছে, সেখানে টিবির বিসিজি টিকা উৎপাদন সংক্রান্ত কাজ চলছিল।

পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) কারখানায় আগুন লেগে মৃত্যু হল পাঁচজনের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অগ্নিকাণ্ডে কোভিশিল্ডের কোনও ক্ষতি হয়নি। সেরামের তরফে জানানো হয়েছে, যেখানে আগুন লেগেছে, সেখান থেকে অনেকটা দূরে করোনাভাইরাস টিকা তৈরি করার পাশাপাশি মজুত রাখা হয়। 

বৃহস্পতিবার দুপুরের দিকে সেরামের মঞ্জরীর কারখানার পঞ্চম তলে আগুন লাগে। গলগল করে ঘন কালো ধোঁয়া বেরোতে থাকে। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। সেই খবর ছড়িয়ে পড়তেই স্বভাবতই আতঙ্ক তৈরি হয়। গত শনিবার থেকে দেশে টিকাকরণ কর্মসূচির শুরুর পর মজুত থাকা কোভিশিল্ডের ক্ষতির আশঙ্কা আছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

তবে সেরামের কার্যনির্বাহী অধিকর্তা সুরেশ যাদব জানিয়েছেন, যেখানে আগুন লেগেছে, সেখানে টিবির বিসিজি টিকা উৎপাদন সংক্রান্ত কাজ চলছিল। অগ্নিকাণ্ডের জায়গা থেকে বেশ অনেকটা দূরে কোভিশিল্ড তৈরি করা হয়। সেখানেই মজুত রাখা হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রোজেনেকার করোনাভাইরাস টিকা। ফলে কোভিশিল্ডে কোনও ক্ষতির সম্ভাবনা নেই বলে সূত্রের খবর

পুণের মেয়র মুরলীধর মোহল জানিয়েছেন, দুপুর ২ টো ৫০ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। তারপর ঘটনাস্থলে দ্রুত দমকলের ১০ টি ইঞ্জিন এবং দুটি ট্যাঙ্কার পাঠানো হয়েছে। পুণের পুরনিগমের মুখ্য দমকল আধিকারিক প্রশান্ত রণপিসে বলেন, ‘বাড়ির ভিতরে চারজন ছিলেন। আমরা এখনও পর্যন্ত তিনজনকে উদ্ধার করেছি। কিন্তু ধোঁয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ইতিমধ্যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলে আগুন ছড়িয়ে পড়েছে।’

আগুনের প্রকৃত কারণ অবশ্য বোঝা যায়নি। তবে পুণের মেয়র জানিয়েছেন, যে পাঁচজন মারা গিয়েছেন, তাঁরা সম্ভবত নির্মীয়মান বাড়ির কর্মী ছিলেন। আগুনের প্রকৃত কারণ এখনও জানা না গেলেও একটি অংশের ধারণা যে ওয়েল্ডিংয়ের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে।

অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পরে একটি বিবৃতি জারি করে সেরাম কর্তা আদর পুনাওয়ালা জানান, আগুনে কয়েকটি তল ভস্মীভূত হয়ে গিয়েছে। সেরাম কর্তা বলেন, ‘সব সরকার এবং মানুষকে আমি আশ্বস্ত করতে চাইছি যে একাধিক কারখানার জন্য কোভিশিল্ডের উৎপাদনের ক্ষেত্রে কোনও ক্ষতি হবে না। এরকম পরিস্থিতি সামলানোর জন্য সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় আরও কয়েকটি আস্তানা রাখা তৈরি রেখেছিলাম।’

ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে দুর্ভাগ্যজনক আগুনের ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'

ঘরে বাইরে খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.