দিল্লির উপহার সিনেমা হলে আগুন লাগে আজকে। ১৯৯৭ সালে এই সিনেমা হলেই আগুন লেগে মৃত্যু হয়েছিল ৫৯ জনের। সেই স্মৃতি ফিরিয়ে আজকে ফের আগুন লাগল এই হলে। যদিও আড়াই দশক আগের সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই এই সিনেমা হল বন্ধ। তাই আজকের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, আজকে ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আদকে পৌনে পাঁচটা নাগাদ দমকলকে আগুনের ঘটনা জানিয়ে ফোন করা হয়। এরপর সকাল সাতটা ২০ মিনিট নাগাদ আগুন নিযন্ত্রণে আনে দমকলের ন’টি ইঞ্জিন। জানা গিয়েছে, পুরোনো আসবাবপত্রে কোনও ভাবে আগুন লেগেই আজকে এই বিপত্তি ঘটে। তবে আগুনের আসল কারণ খুঁজে বের করতে তদন্ত করবে দমকল।
জানা গিয়েছে, আজকের আগুনে সিনেমা হলের ফ্লোর এবং ব্যালকনি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, দিল্লির গ্রিন পার্ক এলাকায় অবস্থিত উপহার সিনেমা হলে ১৯৯৭ সালের ১৩ জুন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই মর্মান্তিক ঘটনায় ৫৯ জন নিহত এবং শতাধিক জন আহত হয়েছিল। সেই মামলায় থিয়েটারের মালিক তথা রিয়েল এস্টেট ব্যারন গোপাল আনসাল এবং সুশীল আনসাল দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ উঠেছিল।