বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress protest gone wrong: রাহুলকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ, কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে আগুল লাগল নেতার গায়ে!

Congress protest gone wrong: রাহুলকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ, কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে আগুল লাগল নেতার গায়ে!

রাহুলকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ, কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে আগুনের গ্রাসে নেতা

রাহুল গান্ধীর উদ্দেশ্য অশালীন মন্তব্য করার প্রতিবাদে এদিন জেলার কংগ্রেসের সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি উত্তম বাসুদেব।

সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখাল কংগ্রেস। পোড়ানো হল রবনীত সিং বিট্টুর কুশপুত্তলিকা পোড়ানো হল। আর সেই কুশপুত্তলিকা পোড়াতে দুর্ঘটনার কবলে পড়লেন এক কংগ্রেস নেতা। আগুন ধরে গেল কংগ্রেস নেতার গায়ে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের পেন্দ্রায়।

আরও পড়ুন: ‘রাহুলের মন্তব্য দেশ বিরোধী, ভাবমূর্তি নষ্ট করছে’, চিনস্তুতি নিয়ে তোপ শিবরাজের

রাহুল গান্ধীর উদ্দেশ্য অশালীন মন্তব্য করার প্রতিবাদে এদিন জেলার কংগ্রেসের সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি উত্তম বাসুদেব। এছাড়াও, প্রচুর সংখ্যায় কংগ্রেস কর্মী এবং নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন ছিল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কংগ্রেস জেলা সভাপতি নিজের হাতেই কুশপুত্তলিকায় আগুন ধরান। এরপর বেশ কিছু লিফলেট আগুনের উপর ফেলে দেওয়া হয়। তখন এক পুলিশ কর্মী লিফলেটগুলিকে সরিয়ে নিলে সেখানে যান কংগ্রেস নেতা। তখনই ঘটে বিপত্তি। জ্বলন্ত কুশপুত্তলিকার উপর দিয়ে হেঁটে পুলিশ কর্মীর কাছে যাওয়ার সময় কংগ্রেস নেতার কুর্তা এবং জুতোয় আগুন ধরে যায়। আতঙ্কে সঙ্গে সঙ্গে কংগ্রেস নেতা দৌড়াতে শুরু করেন। তা দেখে কংগ্রেস কর্মী এবং পুলিশ কর্মীরাও নেতার পিছনে ছুটতে শুরু করেন ।

এদিকে দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে যান কংগ্রেস নেতা। তখন তড়িঘড়ি আগুন নেভাতে এগিয়ে আসেন সেখানে উপস্থিত কংগ্রেস কর্মী সমর্থক এবং পুলিশ কর্মীরা। তারা দ্রুত সেখানে ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। পুলিশ কুশপুত্তলিকার আগুন নিয়ন্ত্রণের জন্য আগে থেকেই রাখা জল কংগ্রেস নেতার গায়ে ধরে দেয়। যদিও কংগ্রেস নেতার বড়সড় কোনও ক্ষতি হয়নি। তবে এর পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

প্রসঙ্গত, সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রবনীত সিং। তিনি বলেছিলেন, রাহুল গান্ধী একজন সন্ত্রাসী। তিনি দেশের সবচেয়ে বড় শত্রু এবং শিবসেনা নেতা সঞ্জয়কে রাহুলের জিভ কাটার জন্য ১১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করতে বলেছিলেন। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার ছত্তিশগড় ছাড়াও বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখায় কংগ্রেস।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.