বাংলা নিউজ > ঘরে বাইরে > Dhaka Fire: বাংলাদেশের সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নামল সেনা, বিরাট ক্ষতি

Dhaka Fire: বাংলাদেশের সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নামল সেনা, বিরাট ক্ষতি

বাংলাদেশে আগুন। প্রতীকী ছবি (Photo by DAMIEN MEYER / AFP) (AFP)

রমজান মাসে সুপার মার্কেটে এভাবে আগুন লাগার ঘটনায় বড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। জিনিসপত্রে ঠাসা ছিল দোকানগুলি। নগদ টাকাও রাখা ছিল। সেই সব পুড়ে ছাই হয়েছে।

১লা বৈশাখের সকালে ভয়াবহ আগুন বাংলাদেশের রাজধানী শহর ঢাকার সুপার মার্কেটে। শনিবার সকালে দাউ দাউ করে জ্বলে যায় সুপার মার্কেটের একাংশ। চরম আতঙ্ক ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে।একের পর এক দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছে এটা আঁচ করেই সেনা বাহিনী ও নৌবাহিনীকে ঘটনাস্থলে আনা হয়। তারাও আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।

এদিকে রাস্তায় একের পর এক দমকলের গাড়ি দাঁড়িয়ে পড়ে। তার জেরে রাস্তায় ব্যাপক যানজট শুরু হয়ে যায়। এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি মোকাবিলা করে। মানিক মিঁয়া অ্যাভিনিউ ও পলাশি মোড় থেকে গাড়িগুলিকে পরপর অন্য় রুটে ঘুরিয়ে দেওয়া হয়।

এদিকে আগুনের সঙ্গেই প্রবল ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। তার জেরে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় দমকল কর্মীদের। কোনওরকমে তারা পরিস্থিতি মোকাবিলা করেন। কিন্তু তার মধ্যে আগুন নেভাতে গিয়ে একের পর এক দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন। প্রথম দিকে অন্তত ১৫জন দমকল কর্মী অসুস্ত হয়ে পড়েছিলেন। পরে আরও ৮জন অসুস্থ হয়ে পড়েন। তাদের একে একে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

রমজান মাসে সুপার মার্কেটে এভাবে আগুন লাগার ঘটনায় বড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। জিনিসপত্রে ঠাসা ছিল দোকানগুলি। নগদ টাকাও রাখা ছিল। সেই সব পুড়ে ছাই হয়েছে। আগুন নেভাতে প্রায় ঘণ্টা চারেক সময় লেগে যায়। তবে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আগুন নেভাতে গিয়ে হিমসিম খায় দমকল বাহিনী।

অনেকে দোকানে ভালো আয়ের আশায় ঋণ নিয়ে জিনিসপত্র কিনেছিলেন। কিন্তু এদিনের আগুনে সব পুড়ে ছাই হয়েছে। সব হারিয়ে পথে বসে গিয়েছেন ব্যবসায়ীরা। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব সেটা বুঝতে পারছেন না তারা। তবে কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। সর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল কি না তা দমকল খতিয়ে দেখছে। তবে আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সম্প্রতি কক্সবাজারে বালুখালিতে ১১ নম্বর ক্যাম্পে আগুন লেগেছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। উখিয়ার কক্সবাজারে এই আগুন। দমকল বাহিনী এলাকায় যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। অন্তত শ খানের ঘর আগুনে পুড়ে যায়। আতঙ্কে ঘর ছেড়়ে পালান বাসিন্দারা।

 

বন্ধ করুন