বাংলা নিউজ > ঘরে বাইরে > জীবনের মূল্যে উৎসব পালনে 'না', বাজির উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলল সুপ্রিম কোর্ট

জীবনের মূল্যে উৎসব পালনে 'না', বাজির উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলল সুপ্রিম কোর্ট

ফাইল ছবি (হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)

আদালত বলে, 'বাজি ফাটিয়ে শব্দ এবং এবং বায়ু দূষণের মাধ্যমেই এই উত্সব পালন করতে হবে? আমরা গোলমাল ছাড়াও উত্সব পালন করতে পারি।'

অন্যদের জীবনের দাম দিয়ে কোনও উৎসব পালন করার অনুমতি দেওয়া যাবে না, বুধবার বাজি নিষেধাজ্ঞা প্রসঙ্গে এমনই বলল সুপ্রিম কোর্ট। বাজি ফাটিয়ে দিওয়ালি উৎপাদন ও বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দিয়ে সাধারণ মানুষকে নিরবে উৎসব পালনের আহ্বান জানায় শীর্ষ আদালত।

বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চের তরফে বলা হয়, 'আমরা উত্সব উদযাপনের বিরোধী নই। কিন্তু আমরা অন্যদের জীবনের মূল্য দিয়ে উত্সব পালন করতে পারি না। আমরা কোথা থেকে এটা জেনেছি যে বাজি ফাটিয়ে শব্দ এবং এবং বায়ু দূষণের মাধ্যমেই এই উত্সব উদযাপন করতে হবে? আমরা গোলমাল ছাড়াও উত্সব পালন করতে পারি।'

এদিকে বাজি প্রস্তুতকারকদের পক্ষের আইনজীবীরা উত্সব উদযাপন এবং মানুষের জীবনের অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা বলেন। এর প্রেক্ষিতে শীর্ষ আদালতের বেঞ্চ আরও যোগ করে যে এখন পরিবেশবান্ধব বাজি আছে যা শব্দ করে না। বলা হয়, 'ফুলঝড়ি দিয়েও উত্সব পালন করা যেতে পারে। শব্দ দূষণ করা বাজি ব্যবহার আবশ্যক নয়।'

বাজি তৈরিতে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের বিষয়ে সম্প্রতি সিবিআই একটি তদন্ত রিপোর্ট দাখিল করে আদালতে। তাতে জানানো হয় যে ছয়টি প্রস্তুতকারক নিষিদ্ধ রাসায়নিক ব্যারিয়াম বা তার লবণ ব্যবহার করেছে বাজি তৈরিতে। এর পর গত ২৮ সেপ্টেম্বর শীর্ষ আদালতের বেঞ্চের তরফে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় এই বাজি নির্মাতাদের উদ্দেশে।

বন্ধ করুন